বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ই মার্চ বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম ছিল ‘খোকা’। শেখ মুজিবুর রহমানের বাবা শেখ লুৎফর রহমান, তদানীন্তন ভারতীয় উপমহাদেশের বঙ্গ প্রদেশের অন্তর্ভুক্ত গোপালগঞ্জ জেলা দায়রা আদালতের সেরেস্তাদার ছিলেন।
শেখ মুজিবের পূর্ব পুরুষ দরবেশ শেখ আওয়াল ১৪৬৩ সালে হযরত বায়েজিদ বোস্তামী (রাঃ) এর সঙ্গে ইসলাম প্রচারের জন্য ইরাকের বাগদাদ হতে বঙ্গীয় এলাকায় আগমন করেন। দরবেশ শেখ আওয়ালের একমাত্র ছেলে ছিল শেখ জহির উদ্দিন। শেখ জহির উদ্দিনের একমাত্র ছেলে ছিল শেখ জান মাহমুদ ওরফে তেহরি শেখ। তেহরি শেখের একমাত্র ছেলে ছিল শেখ বোরহান উদ্দিন। শেখ বোরহান উদ্দিনের ৩ ছেলে ছিল। তারা হচ্ছেন, ১) শেখ ইকরাম, ২) শেখ তাজ মাহমুদ এবং ৩) শেখ কুদরত উল্লাহ ওরফে কদু শেখ। শেখ ইকরাম উদ্দিনের ২ ছেলে ছিল। ১) শেখ জাকির হোসেন, ২) শেখ ওয়াসিম উদ্দিন।
শেখ জাকির হোসেনের ৩ ছেলে ছিল। তারা হচ্ছেন, ১) শেখ আব্দুল মজিদ ২) খান সাহেব, ৩) শেখ আব্দুল হামিদ।
শেখ আব্দুল মজিদের একমাত্র কন্যা ছিলেন সায়েরা খাতুন জিনি ছিলেন বঙ্গবন্ধুর মাতা।
অন্যদিকে, শেখ আব্দুল হামিদের ৩ ছেলে ছিল। ১) শেখ লুতফুর রহমান যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা, ২) শেখ শফিউর রহমান ৩) শেখ হাবিবুর রহমান।
অপরদিকে শেখ ইকরামের অন্য ছেলে শেখ ওয়াসিম উদ্দিনের ২ ছেলে ছিল। ১) শেখ মোহাম্মদ আবুল কাসেম ২) শেখ মোহাম্মদ হাতেম।
শেখ মোহাম্মদ আবুল কাশেমের একমাত্র ছেলে ছিল শেখ জহুরুল হক ওরফে দুদু মিয়াঁ। দুদু মিয়ার ২ কন্যা সন্তান ছিল। ১) শেখ জিন্নাতুল নেছা, ২) শেখ ফজিলাতুন নেছা যিনি হচ্ছেন বঙ্গবন্ধুর স্ত্রী এবং শেখ হাসিনার মাতা।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা এবং বাবা ছিলেন সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন। অন্যদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব এবং শেখ ফজিলাতুন নেছার মধ্যকার সম্পর্ক ছিল চাচাতো-চাচাতো ভাই-বোন। অর্থাৎ বঙ্গবন্ধুর বাবা ছিলেন শেখ ফজিলাতুন নেছার বাবার চাচাতো ভাই।
যাই হোক, বঙ্গবন্ধুর পিতা শেখ লুতফুর রহমানের ২ ছেলে ছিল। ১) বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ২) শেখ আবু নাসের যিনি ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে নিহিত হন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫ ছেলে-মেয়ে ছিল। তারা হচ্ছেন, ১) শেখ হাসিনা যিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, ২) শেখ কামাল (নিহিত), ৩) শেখ জামাল (নিহিত), ৪) শেখ রেহানা এবং ৫) শেখ রাসেল (নিহিত)। ১৫ আগস্ট ১৯৭৫ সালে শেখ হাসিনা এবং শেখ রেহানা ব্যতীত বাকী সবাই আততায়ীদের হাতে ধানমণ্ডি ৩২ নং বাড়ীতে নিহিত হন। ভাগ্যক্রমে শেখ হাসিনা এবং শেখ রেহানা সেইসময়ে জার্মানিতে অবস্থান করায় প্রানে বেঁচে যান।
প্রসঙ্গক্রমে, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানার নাম ছিল শেখ আবদুল মজিদ এবং নানীর নাম ছিল সুফিয়া খাতুন।