"যে ৩৯ জন ঘাতকের নাগরীকত্ব বাতিল করেছিল বঙ্গবন্ধু সরকার"


"যে ৩৯ জন ঘাতকের নাগরীকত্ব বাতিল করেছিল বঙ্গবন্ধু সরকার"বাংলাদেশ প্রেস ডেস্ক || ১৯৭৩ সালের ১৮ এপ্রিল শেখ মুজিব সরকার দালালী এবং স্বাধীনতাবিরোধী ক্রিয়াকর্মের অভিযোগে যে ৩৯ জন ঘাতকের নাগরীকত্ব বাতিল করেন তাদের তালিকা :-

১। হামিদুল হক চৌধুরী (উকিল, প্রাক্তন পাকিস্তান অবর্জার্ভাবের প্রতিষ্ঠাতা,পিতা - আকু আলী চৌধুরী, ফেনী, নোয়াখালী ।

২। এ টি সাইদী (উকিল ) পিতা - আলহাজ্ব নুরুদ্দিন আবদুর সালাম, শিবগঞ্জ , বগুড়া।

৩। অধ্যাপক গোলম আযম, প্রাক্তন জেনারেল সেক্রেটারি, ডি ইউ সি এস ইউ, জামাতে ইসলামীর আমীর।

৪। কোরবান আলী ( ব্যরিষ্টার ) পাবনা।

৫। অধ্যাপক ইউসুফ আলী কালীগঞ্জ, ঢাকা ।

৬। আবু তাহের আবদুল্লাহ, সৈয়দপুর, ঢাকা ।

৭। শাহজাহান চৌধুরী এবং ফজলে রব চৌধুরী, বরিশাল ।

৮। জুলমত আলী খান ( উকিল ) প্রাক্তন জিয়া সরকারের মন্ত্রী , বিএনপির নেতা ফুলপুর, ময়মনসিংহ।

৯। অধ্যাপক আব্দুল খালোক , টাঙ্গইল।

১০। অধ্যাপক আব্দুল হাকিম , টাঙ্গইল ।

১১। মাওলানা ফজলুর রহমান , ডামুরীয়া, নাজিরপুর,বাকেরগঞ্জ।

১২। অধ্যাপক শেখ আনসার ( উকিল ) উথাইল,টালা, খুলনা।

১৩। অধ্যাপক মোল্লা হারুনার রশীদ, বারানল, খুলনা।

১৪। আব্দুল জব্বার খাদ্দার এবং খাদ্দার মাইয়ান, সোনাগজী, নোয়াখালী ।

১৫। এন এ লস্কর , ঢাকা ।

১৬। নুরুল আমীন ( উকিল ) প্রাক্তন প্রাধাান মন্ত্রী ( পাকিস্তান ) ।

১৭। মাহমুদ আলী, ১৯, ধানমন্ডি, ঢাকা ।

১৮। শামসুর রহমান ( উকিল ), মাদারীপুর, ফরিদপুর ।

১৯। শামসুদ্দিন আহমেদ, লৌহজং, ঢাকা ।

২০। ওয়াহিদুজ্জামান এবং ঠান্ডা মিয়া, কাশিয়ানী, গোপালগঞ্জ, ফরিদপুর ।

২১। ওয়াহিদুজ্জামান এবং ঠান্ডা মিয়া ,কুশিয়ানী, গোপালগঞ্জ, ফরিদপুর।

২২। সৈয়দ আসগর হোসেন জাহিদী, গোপাল পুর, পাবনা ।

২৩। এস এ শুক্কুর। আশোকতলা কুমিল্লা।

২৪। এ কিউ এম শফিকুল ইসলাম, নবী নগর, কুমিল্লা।

২৫। মওলানা আব্দুল হক, চাঁদপুর, কুমিল্লা ।

২৬। মওলানা আব্দুর রহীম, পূর্ব পাকিস্তান জামাতে ইসলামী আমীর।

২৭। মওলানা আশরাফ আলী, নারশীনগর, কুমিল্লা ।

২৮।সৈয়দ কামাল হোসেন রিজবী, সূত্রাপুর ঢাকা।

২৯। মেজর রেজা এিদিব রায় চাকমা চিফ ( চাকমা রাজা), প্রাক্তন পাকিস্তানী মন্ত্রী, পার্বত্য চট্রগ্রাম।

৩০।গোলাম ওয়াহেদ চৌধুরী, ফরিদপুর।

৩১। ইকবাল ইদ্রিস , চট্রগ্রাম ।

৩২। সৈয়দ ফাতেমা সাদেক, ২১, জয়নাগ রোড - ঢাকা।

৩৩। আব্বাস আলী এবং রওশন আলী (ব্যারিস্টার ) পাবনা।

৩৪। মিসেস শামীম হুসাইন, লাল - মাটিয়া, ঢাকা ।

৩৫। মওলানা তমিজুউদ্দিন আহমেদ, ঠাকুরগাঁও - দিনাজপুর ।

৩৬। হুমায়ুন খান পন্নি, প্রাক্তন রাষ্ট্রদূত ও ডেপুটি স্পিকার টাঙ্গাইল।

৩৭।শফিকুল্লাহ বি এইচ বি টি, নোয়াখালী।

৩৮।মহিউদ্দিন চৌধুরী এম, এ ( অধ্যাপক) নোয়াখালী ।

৩৯। সাইদুল হক ( উকিল ) নোয়াখালী।

তথ্যসূত্র :- দি বাংলাদেশ অবজারর্ভার, ২৫ বর্ষ নং -- ৪১, ২২ এপ্রিল ১৯৭৩, বৈশাখ ৯, ১৯৮০।
^উপরে যেতে ক্লিক করুন