VLC প্লেয়ার দিয়েই – স্ক্রীনশর্ট !!!

প্রযুক্তি বন্ধুরা, আশা করি  ভাল আছেন । আজ আপনাদের সাথে আলোচনা করব স্ক্রীনশর্ট – এর ব্যবহার নিয়ে। আমরা স্ক্রীনশর্ট নেয়ার জন্য অনেক ধরণের সফটওয়্যার ব্যবহার করে থাকি । স্ক্রীনশর্টের এই সফটওয়্যার গুলোর মূল্য ২০ থেকে ৫০ ডলারের মধ্যে । আবার ডাউনলোড করলেই যে ইন্সটল করতে পারবেন, তা কিন্ত নয়। ঐ সফটওয়্যার গুলো রান করার জন্য আপনাকে নেটফ্রেম ওয়ার্ক ইন্সটল করতে হবে। তাহলে বুঝতে পারছেন কত ঝামেলা ।  আপনাদের সবার পরিচিত VLC Player ( ভি.এল.সি প্লেয়ার) ব্যবহার করুন, স্ক্রীন শর্টের জন্য । VLC প্লেয়ার ব্যবহার করেন না, এমন কাউকে খুঁজে বের করা সত্যি অসম্ভব । তারপরও কারো কাছে না থাকলে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
এটি চালানোর জন্য আপনার কোন ধরণের নেট ফ্রেম ওয়ার্ক লাগবে না । ডাউনলোড করে ইন্সটল করুন এবং VLC প্লেয়ারটি ওপেন করুন।আবার Media থেকে Open Capture Device এ ক্লিক করুন । নিচের স্ক্রীনশর্ট লক্ষ্য করুন ।
এরপর নিচের মত একটি ইন্টারফেস আসবে । স্ক্রীনশর্ট দেখে দেখে অপশন গুলো বাছাই করে নিন । তবে মনে রাখবেন Desired Frame এ ফ্রেম রেট অবশ্যই ২৫-৩০ সিলেক্ট করে দিবেন । সবার শেষে কনভার্টে বা রূপান্তরে ক্লিক করুন ।
করা হয়ে গেলে নিচের মত একটা স্ক্রীন আসবে ।এখনে ব্রাউজ অপশন থেকে কোন ফাইলে সেভ করবেন তা সেট করে দিন । পাশাপাশি প্রোফাইল অপশন ব্যবহার করে আপনি কোন ফরম্যাটে আপনার ভিডিও ফাইলটি সেভ করতে চান তা সিলেক্ট করে দিন ।
তারপর স্টার্ট (শুরু করুন) বাটন এ প্রেস করে  শুরু করে দিন আপনার রেকর্ড ।
^উপরে যেতে ক্লিক করুন