কমিক বানান কম্পিউটারেই!


আপনারা ছোটবেলা থেকে অনেকেই কমিকস বই পড়েছেন । হয়তো বা অনেক ইচ্ছা হয়েছে নিজের একটি কমিকস বই বানানোর । আপনি নিজে একটি ছোট গল্প বানিয়ে তা কমিকস বই আকারে প্রকাশ করতে পারেন। এই সফটওয়্যারটি খুব ছোট তাই এটি দিয়ে কাজ করতে আপনাকে একটু ভেবে চিন্তে কাজ করতে হবে।
আজকে যে সফটওয়্যারটা শেয়ার করলাম তা দিয়ে আপনি প্রাথমিক অভিজ্ঞতা নিতে পারেন । আসুন শুরু করা যাক ।
সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।
ইন্সটল করার পর, নিচের মত ইন্টারফেস আসবে । আসুন পরিচিত হই, টুলস গুলোর সাথে।
১। ফাইল অপশন থেকে আপনি আপনার ফাইলে থাকা, যেকোন ফাইল এডিট ও প্রিন্ট করতে পারবেন।
২। ইমেজ লাইব্রেরি থেকে আপনি আপনার গল্পের চরিত্র অনুযায়ী নির্বাচন করতে পারেন।
৩। পিকচার টুলস দিয়ে ছবি গুলো এডিট করতে পারবেন।
৪। টেক্সট টুলস দিয়ে টেক্সট সাইজ, কালার পরিবর্তন করা যাবে ।
৫। ব্যাকগ্রাউন্ড লাইব্রেরি থেকে আপনি ২০ টার মত ব্যাকগ্রাউন্ড নির্বাচন করতে পারবেন ।
৬। ইম্পোর্ট অপশন কাজে লাগিয়ে আপনি আপনার নিজের তৈরি করা যেকোন ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড ছবি ইম্পোর্ট করতে পারেন ।
৭। টেক্সট বাবলস, অপশন ব্যবহার করে আপনি যে কারো বক্তব্য হাইলাইট করতে পারেন।
৮। আপনি চাইলে অডিও ব্যবহার করতে পারেন।
৯। ফ্রাম কন্ট্রোল এ আপনার কমিকস পাতা গুলোর সিরিয়াল বসাতে পারবেন।
১০। ফ্রাম এরিয়াতে ড্রাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন।
আপনি যদি কার্টুন ক্যারেক্টার আঁখতে পারেন তাহলে এই সফটওয়্যার দিয়ে দুনিয়ার যেকোন ধরনের কমিকস বানাতে পারবেন । এবার যটপট কাজ শুরু করে দিন ।
^উপরে যেতে ক্লিক করুন