অ্যান্ড্রয়েডে বঙ্গবন্ধুকে নিয়ে অ্যাপস


হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিশে আছেন বাঙালি জাতির প্রতিটি মানুষের চেতনায়। বঙ্গবন্ধুর আদর্শ আর জীবন চর্চা বাঙালি জাতির অগ্রগামিতায় এখনও পথনির্দেশক হিসেবে অমলিন। ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়নের সাথে সাথে এখন দেশব্যাপী মানুষের হাতে ছড়িয়ে পড়ছে স্মার্টফোন, ট্যাবলেট পিসির মতো ডিভাইস। এসব ডিভাইস ব্যবহারকারী তরুণ প্রজন্মের কাছেও বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে এবং তাদের মধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা অব্যাহত রাখতে এর মধ্যেই তৈরি হয়েছে বিভিন্ন ধরনের স্মার্ট অ্যাপস। জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ তৈরির উদ্যোগের সাথে সাথে আইসিটি বিভাগ তো বটেই, আগ্রহী তরুণ ও প্রযুক্তি কোম্পানিগুলোও নিজ উদ্যোগে তৈরি করেছেন নানা ধরনের অ্যাপস। এই লেখায় অ্যান্ড্রয়েডের জন্য এমন কিছু অ্যাপসের কথা তুলে ধরছেন সানজিদা সুলতানা

বঙ্গবন্ধু
জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপস নির্মাণের আওতায় তৈরি করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক এই অ্যাপটি। এতে ছয়টি অংশে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন ঘটনাবলী থেকে শুরু করে সংযুক্ত রয়েছে বঙ্গবন্ধু সম্পর্কিত নানা তথ্য। এর প্রথম অংশেই রয়েছে বঙ্গবন্ধুর জীবনী যেখানে বিভিন্ন সালের ক্রমানুসারে সংযোজিত হয়েছে বঙ্গবন্ধুর জীবনের নানা ঘটনা। অ্যাপটির ভাষণ অংশে রয়েছে বঙ্গবন্ধুর উল্লেখযোগ্য সব ভাষণের অডিও এবং ভিডিও। ফটো গ্যালারি অংশে মিলবে বঙ্গবন্ধুর সব দুর্লভ ছবি। আরও রয়েছে বঙ্গবন্ধু জাদুঘর, বঙ্গবন্ধুর বিভিন্ন সাক্ষাত্কার এবং বঙ্গবন্ধুর হাতে লেখা চিঠি। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীও সংযোজিত রয়েছে এই অ্যাপে। ফলে বঙ্গবন্ধুকে জানার জন্য চমত্কার একটি উেস পরিণত হয়েছে অ্যাপটি। এর ডাউনলোড লিংক https://goo.gl/1gPyro
বার্থপ্লেস অব বঙ্গবন্ধু
আইসিটি বিভাগের উদ্যোগে তৈরি এই অ্যাপটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থানের তথ্য ও ইতিহাস সন্নিবেশিত রয়েছে। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধুর মাজার কমপ্লেক্স সম্পর্কে ধারণা লাভ ও ভিডিও’র মাধ্যমে ভার্চুয়াল ভ্রমণের অভিজ্ঞতা লাভ করবেন। এ ছাড়াও এই অ্যাপের মাধ্যমে মাজারে ভ্রমণরত কোনো ব্যবহারকারী ফ্রি ওয়াই-ফাই সেবায় যুক্ত হতে পারবেন এবং সেইসাথে তাদের প্রতিক্রিয়া সরাসরি মোবাইল অ্যাপের মাধ্যমে জানাতে সক্ষম হবেন। বঙ্গবন্ধুর মাজার কমপ্লেক্সের অবস্থান গুগল ম্যাপেও দেখাবে এই অ্যাপ। এর ডাউনলোড লিংক https://goo.gl/fZ1ULO
বঙ্গবন্ধু জাদুঘর
বঙ্গবন্ধুকে নিয়ে আইসিটি বিভাগের তৈরি আরেকটি অ্যাপ হলো বঙ্গবন্ধু জাদুঘর (Bangabandhu Museum)। ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নানা তথ্য নিয়ে তৈরি করা হয়েছে অ্যাপটি। বঙ্গবন্ধুর এই বাসভবনটি ১৯৯৭ সালে স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়। এই অ্যাপটিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ভার্চুয়াল ট্যুর করার সুবিধা রয়েছে। অর্থাত্ এই অ্যাপটির মাধ্যমেই বঙ্গবন্ধু জাদুঘর ভ্রমণের অভিজ্ঞতা পাওয়া যাবে। এ ছাড়া জাদুঘর সম্পর্কিত বিভিন্ন তথ্য রয়েছে এতে। গুগল ম্যাপে জাদুঘরের অবস্থান পাওয়ার সুবিধার সাথে সাথে রয়েছে গেস্টবুক যাতে অ্যাপ ব্যবহারকারী তার মন্তব্য লিপিবদ্ধ করতে পারবেন। অ্যাপটির ডাউনলোড লিংক https://goo.gl/ISlwJn
বেস্ট বেঙ্গলি অব থাউজেন্ড ইয়ারস
বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক আরও একটি অ্যাপস বেস্ট বেঙ্গলি অব থাউজেন্ড ইয়ারস। বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন ঘটনাবলীর বিবরণের সাথে সাথে এই অ্যাপে মিলবে সংশ্লিষ্ট ছবি। তার জীবনীকে বিভিন্ন অধ্যায়ে বিভক্ত করে দেখানো হয়েছে এই অ্যাপে। জীবনীর সাথে সাথে এই অ্যাপেও রয়েছে বঙ্গবন্ধুর বিখ্যাত সব ভাষণ ও সাক্ষাত্কারের সংগ্রহ। এই অ্যাপটির আরও একটি বড় বৈশিষ্ট্য হলো এটি বাংলার সাথে সাথে ইংরেজি সংস্করণেও রয়েছে। ফলে অ্যাপের প্রতিটি তথ্যই দুইটি ভাষাতেই পাওয়া যাবে। শাহীনুর আলমের তৈরি অ্যাপটি ডাউনলোড করা যাবে https://goo.gl/m5MKyG ঠিকানা থেকে।
৭ মার্চ ভাষণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে প্রচুর বিখ্যাত ভাষণ দিয়েছেন। তবে এর মধ্যেও ১৯৭১ সালের ৭ মার্চ তত্কালীন রেসকোর্স ময়দানে যে ভাষণ তিনি দিয়েছিলেন, তা পৃথিবীর ইতিহাসেরই একটি সেরা ভাষণ। তত্কালীন পশ্চিম পাকিস্তানী শাষকদের শোষণে নিষ্পেষিত বাঙালি জাতি যখন স্বাধীনতা ও মুক্তির জন্য উন্মুখ, তখন বঙ্গবন্ধুর এই ভাষণ বাঙালি জাতির জন্য আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়। অসামান্য এই ভাষণকে নিয়েই আলাদা একটি অ্যাপ তৈরি করেছে সিবিডি আইটি টিম। তাদের তৈরি ৭ মার্চ ভাষণ (7 March Speech) অ্যাপটিতে পূর্ণাঙ্গ ভাষণটি শোনা যাবে। এর অডিওর পাশাপাশি রয়েছে টেক্সট যা পাওয়া যাবে বাংলা ও ইংরেজিতে। এই অ্যাপটির বড় একটি সুবিধা হলো এতে ভাষণটি অফলাইনেও শোনা যাবে। এর ডাউনলোড লিংক https://goo.gl/LP3Q8q
^উপরে যেতে ক্লিক করুন