পিতার পিতা, জাতীর পিতা













তোমার জন্ম যদি না হতো
মায়ের ভাষা কোথায় যেতো।
মন খুলে মা ডাকতাম কারে
ভাবতে গেলে লোম শিউরে।
হে ক্ষণজন্মা সারা জীবন
তুমি জ্বলেছ ছাড়োনি পণ।
কত যাতনা নেই ঠিকানা
দুঃখের কথা জানে ক'জনা।
ফাঁসির মঞ্চ অকুতোভয়
জীবন দিয়ে দেশের জয়।
বজ্র কণ্ঠে বাজালে বীণ
শহীদ রক্তে দেশ স্বাধীন।
শুকিয়ে যাক সাগর নদী
থাকবে তুমি নিরবধি-।
প্রজন্ম বলে একটি কথা
পিতার পিতা জাতীর পিতা।
বুঝার যা-ই বুঝে নিয়েছি
দেশের কাজে হাত দিয়েছি।
হৃদয়ে তুমি চির অম্লান
শেখ মুজিবর রহমান
^উপরে যেতে ক্লিক করুন