বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে লেখা কর্নেল আবু তাহের (বীর উত্তম)-এর চিঠি – অক্টোবর ১৩, ১৯৭৩


Taher - Bangabandhu Letter

ফিলিস্তিনি যুদ্ধ এবং কর্নেল তাহেরের একটি চিঠি” রচনায় লেখক শাহাদুজ্জামান চিঠিটির বাংলা অনুবাদ করেন। পাঠকদের জন্য তা তুলে ধরা হলোঃ
“এম এ, তাহের বি উ, লে. কর্নেল (অব.)
ম্যানেজার, সি-ট্রাক ইউনিট
৩০ আর কে দাশ রোড
নেতাইগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা
তারিখ: ১৩ অক্টোবর ১৯৭৩
জনাব প্রধানমন্ত্রী,
জেয়োনিস্ট আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আরব ভাইদের লড়াইয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করার জন্য একদল মুক্তিযোদ্ধাকে পাঠানোর ব্যাপারে আপনার যে আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছেন, তা মুক্তিযোদ্ধাদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের বিশ্বাসী ভাইদের এই কঠিন পরীক্ষার সময় তাদের পক্ষ হয়ে যুদ্ধ করতে যাওয়ার জন্য আমার ইচ্ছা ব্যক্ত করছি।
আমার যোগ্যতা প্রসঙ্গে বলতে পারি, আমার দুটি যুদ্ধে অংশগ্রহণ করার অভিজ্ঞতা আছে। আমি ১৯৬৫ সালে ইন্দো-পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের প্রতি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শিয়ালকোট সেক্টরে যুদ্ধ করেছি। ১৯৭১ সালের যুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধের সর্ববৃহৎ সেক্টরকে নেতৃত্ব দেওয়ার সম্মান আমি পেয়েছি। আমার সেক্টরের ছেলেরাই প্রথম ঢাকায় পৌঁছে ঢাকাকে মুক্ত করে।
আমি উল্লেখ করতে চাই একটি বিপন্ন জনগোষ্ঠীর মুক্তি এবং ন্যায়বিচারের লক্ষ্যে চালিত যুদ্ধে অংশগ্রহণের ক্ষেত্রে আমার বর্তমান শারীরিক প্রতিবন্ধিতা যেন অযোগ্যতা বলে বিবেচিত না হয়। জনাব, আপনি অবগত আছেন যে ব্রিটিশ সেনাবাহিনীর মেজর জেনারেল স্যাম ব্রাউন, জার্মান সেনাবাহিনীর জেনারেল কাউন্ট ভন স্টফেনবার্গ, ব্রিটিশ বিমানবাহিনীর ডগলাস বাডার প্রমুখের মারাত্মক শারীরিক প্রতিবন্ধিতা থাকা সত্ত্বেও যুদ্ধক্ষেত্রে তাঁরা অসাধারণ যোগ্যতার পরিচয় দিয়েছেন। এই প্রসঙ্গে এও উল্লেখ করা যেতে পারে যে জেয়োনিস্ট সেনাবাহিনীর কমান্ডার জেনারেল মোসে দায়ানেরও শারীরিক প্রতিবন্ধিতা আছে।
জনাব, আপনি যদি আমাকে মধ্যপ্রাচ্যে গিয়ে আমাদের আরব ভাইদের সহায়তা করার সদয় অনুমতি দেন, তবে আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব।
একান্ত আপনার
(স্বাক্ষর)
এম আবু তাহের বি উ, লে. কর্নেল (অব.)”
^উপরে যেতে ক্লিক করুন