আবারও ডাব্লিউএসআইএস পুরস্কার জিতেছে বাংলাদেশ

২০৫৯ ঘণ্টা, সোমবার ২৫ মে ২০১৫   বাংলাদেশ সময় A- A A+

আবারও ডাব্লিউএসআইএস পুরস্কার জিতেছে বাংলাদেশ

এম আরিফুর রহমান আরিফ, প্রযুক্তি ডেস্ক
বিডি-জার্নাল.কম
 আবারও ডাব্লিউএসআইএস পুরস্কার জিতেছে বাংলাদেশ

বিশ্বের আইসিটি সেক্টরের সম্মানজনক ‘ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডাব্লিউএসআইএস)’ অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশ।

সরকারের অ্যাক্সেস টু ইনফরমেশনের (এটুআই) ‘জাতীয় তথ্য বাতায়ন’ প্রকল্পটি বিশ্বের বিভিন্ন দেশের চূড়ান্ত মনোনয়ন পাওয়া শতাধিক প্রকল্পকে পেছনে ফেলে বিজয়ী হয়েছে। এর আগে ২০১৪ সালেও এটুআইয়ের ‘সার্ভিস অ্যাট সিটিজেন ডোরস্টেপস’ নামের প্রজেক্ট বিশ্বের প্রায় দেড়’শ প্রকল্পকে পেছনে ফেলে পুরস্কার পায়।

পুরস্কার গ্রহণ করতে সুইজারল্যান্ডের জেনেভায় সোমবার থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী ডাব্লিউএসআইএস ফোরামে যোগ দিয়েছেন এটুআইয়ের প্রতিনিধি দল।

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার দেয়া হবে।

^উপরে যেতে ক্লিক করুন