- প্রকাশ করা হয়েছে শনিবার, 14 ডিসেম্বর 2013 11:39
২০০৯ সালের ৬ই জানুয়ারীতে সরকারের দায়িত্ব গ্রহনের পর থেকে দেশের ও দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। পুর্ববর্তী সরকারের স্বেচ্ছাচারী শাসন ও দুর্নীতির ফলে সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। পয়ঃনিষ্কাশনে প্রতিবন্ধকতা, জলাবদ্ধতা, বিশুদ্ধ খাবার পানির অভাব ইত্যাদি বিষয়গুলো ছিল অনেক প্রকট। স্বজনপ্রীতি ও ঘুষ-দুর্নীতির কারনে মেধাবী এবং সুবিধাবঞ্চিত প্রার্থীরা কর্মসংস্থানের সুযোগ পায়নি। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই এসকল গুরুত্বপুর্ন কিন্তু উপেক্ষিত ক্ষেত্রগুলোতে মনোনিবেশ করে।
সরকারের উন্নয়নের চাল-চিত্রের ধারাবাহিকতায় আজ প্রকাশিত হল এর চতুর্থ কিস্তি।
স্থানীয় সরকার
• ঢাকা উত্তর ও দক্ষিন, নারায়নগঞ্জ, কুমিল্লা, রংপুর ও গাজীপুর সিটি কর্পোরেশন গঠন, ১৬টি নতুন পৌরসভা গঠন
• দেশে নিরাপদ পানির কভারেজ ৮৮ শতাংশে উন্নীত
• চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন এবং ৫৯ টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন।
• বাংলাদেশ সার্ক দেশসমূহের মধ্যে সর্বোচ্চ ৯১ শতাংশ স্যানিটেশন কভারেজ অর্জিত
• ঢাকা ওয়াসার পানির দৈনিক উৎপাদন ১৮৫ কোটি লিটার থেকে ২২৫ কোটি লিটারে উন্নীত
• ২০৩ কিমি নতুন পানির লাইন, ১৫ কিমি পয়োঃলাইন ও ৬৪ কিমি ড্রেনেজ লাইন স্থাপন।
• খুলনা ওয়াসা ৪৩ কোটি টাকা ব্যয়ে ৯টি গভীর নলকুপ স্থাপন
• রাজশাহী ওয়াসার দৈনিক পানি সরবরাহ ২ কোটি ৫৯ লক্ষ লিটার থেকে ৫ কোটি ৫৪ লক্ষ লিটারে উন্নীত
• যাত্রাবাড়ী থেকে পলাশী পর্যন্ত ১০ কিলোমিটার দীর্ঘ মেয়র হানিফ ফ্লাইওভারের নির্মানকাজ সম্পন্ন
জনপ্রশাসন
• প্রশাসনকে গতিশীল ও যুগোপযোগী করতে বিভিন্ন মন্ত্রনালয়ে প্রায় ৩ লক্ষ পদ সৃজন। সরকারী চাকুরীতে প্রবেশের সময়সীমা ৩২ বছরে উন্নীত
• জাতীয় বেতন স্কেল ২০০৯ বাস্তবায়ন
• বিভিন্ন মন্ত্রনালয় ও বিভাগের অধীন রাজস্ব খাতে প্রথম শ্রেনীর পদে ২১ হাজার ৩২ জন, দ্বিতীয় শ্রেনীর পদে ২৮ হাজার জন, তৃতীয় শ্রেনীর পদে ১ লক্ষ ২৯ হাজার ৬৯৬ জন এবং চতুর্থ শ্রেনীর পদে ২৪ হাজার ৫৯০ জন সর্বমোট ২ লক্ষ ৩ হাজার ৩১৮ জন জনবল নিয়োগ
• ২৮, ২৯, ৩০ ও ৩১তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডার সার্ভিসে ৫ হাজার ৯৭২ জনকে নিয়োগ প্রদান। আরো ৪ হাজার ৮১৭ জন নিয়োগের কার্যক্রম অব্যাহত
• উপসচিব থেকে সচিব পর্যন্ত প্রায় ৩ হাজার কর্মকর্তাকে পদোন্নতি প্রদান
• গণকর্মচারীদের অবসর গ্রহনের বয়স ৫৭ বছর থেকে বৃদ্ধি করে ৫৯ বছর নির্ধারন এবং মুক্তিযোদ্ধাদের অবসর গ্রহনের বয়স ৫৭ থেকে বৃদ্ধি করে ৬০ বছর নির্ধারন
• দীর্ঘদিন ধরে বন্ধ থাকা খুলনার পিপলস জুট মিলস এবং সিরাজগঞ্জের কওমী জুট মিলস চালু
• বিজেএমসি’র ২৭টি পাটকলের মধ্যে ২৩টি চালু। আরো তিনটি চালু করার উদ্যোগ গ্রহণ
তথ্য
• ৮ম সংবাদপত্র ওয়েজবোর্ড গঠন। ৫০ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা। সাংবাদিকদের কল্যানে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অনুদান প্রদান
• ১টি সরকারী ও ১৪টি বেসরকারীসহ ১৫টি টেলিভিশন চ্যানেল সম্প্রচারের জন্য অনুমোদন
• দেশে প্রথমবারের মত ১৪টি কমিউনিটি রেডিও’র লাইসেন্স প্রদান
• তথ্য অধিকার আইন প্রণয়ন। তথ্য কমিশন গঠন এবং সংশ্লিষ্ট বিধি ও প্রবিধিমালা প্রণয়ন
পার্বত্য জেলা
• রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন
• তিন পার্বত্য জেলায় মোবাইল নেটওয়ার্ক স্থাপন