ডাউনলোড লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ডাউনলোড লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

VLC মিডিয়া প্লেয়ারের গুন



সবরকম অপারেটিং সিস্টেমে চলা মহা কাজের এই প্লেয়ারটির অনেক নাড়ীনক্ষত্রই আমরা জানি না। চলুন এক নজরে দেখে আসি কি কি অজানা...




১) ডিভিডি রিপ করা :

Media মেনু তে যান। এরপর Convert/Save। Disc ট্যাবে ক্লিক করেন। স্টার্টিং পজিশন সিলেক্ট করেন। সিলেক্টেড টাইটেল/চাপ্টার রিপ করতে পারেন চাইলে। .MPG এক্সটেনশনের ফাইলনেইম দেন আর রিপিং শুরু করেন। সেভ! কোয়ালিটি খারাপ না, ভালোই।



২)ভিডিও এর সিলেক্টেড অংশ রেকর্ডিং

রেকর্ড বাটন বাই ডিফল্ট হিডেন থাকে। দেকাহর জন্য View থেকে Advanced Control এ যাবেন। নিচের ছবির মত রেকর্ড বাটন দেখা যাবে।




Advanced Control থেকে স্ন্যাপশট, লুপিং, ফ্রেম বাই ফ্রেম ভিউ দেখা সম্ভব।



৩) কনভার্ট ফাইল:

ভিডিও/অডিও ২টাই কনভার্ট করা যায়। Media থেকে Convert/Save এ যাবেন। Add button দিয়ে যে ফাইল কনভার্ট করবেন সেটা লোড করবেন এরপর Convert এ ক্লিক! আউটপুট ফরমেট আর আটপুট লোকেশন দেখায় দিবেন।


যে কোনো সাইট থেকে ভিডিও/MP3 ডাউনলোড করার পদ্ধতি। (PC)



আমাদের অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভিডিও/অডিও ডাউনলোড নিস্ক্রিয় যে কোনো সাইট থেকে ভিডিও/অডিও ডাউনলোড করার উপায় নিম্নে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হলো।
video-download-tutorial-1

অনলাইনরেডিও প্লেয়ার থেকে রেকর্ড করার পদ্ধতি…




Online Bangla Radio Player থেকে VLC media player এর মাধ্যমে অনলাইন রেডিও রেকর্ড করার পদ্ধতি।
Online Bangla Radio Player না থাকলে এইখান [Download Radio Player] থেকে ডাউনলোড করে নেন। VLC media player ওপেন করে নেন। না থাকলে এইখান [Download VLC] থেকে ডাউনলোড করে নেন।
^উপরে যেতে ক্লিক করুন