সবরকম অপারেটিং সিস্টেমে চলা মহা কাজের এই প্লেয়ারটির অনেক নাড়ীনক্ষত্রই আমরা জানি না। চলুন এক নজরে দেখে আসি কি কি অজানা...
১) ডিভিডি রিপ করা :
Media মেনু তে যান। এরপর Convert/Save। Disc ট্যাবে ক্লিক করেন। স্টার্টিং পজিশন সিলেক্ট করেন। সিলেক্টেড টাইটেল/চাপ্টার রিপ করতে পারেন চাইলে। .MPG এক্সটেনশনের ফাইলনেইম দেন আর রিপিং শুরু করেন। সেভ! কোয়ালিটি খারাপ না, ভালোই।
২)ভিডিও এর সিলেক্টেড অংশ রেকর্ডিং
রেকর্ড বাটন বাই ডিফল্ট হিডেন থাকে। দেকাহর জন্য View থেকে Advanced Control এ যাবেন। নিচের ছবির মত রেকর্ড বাটন দেখা যাবে।
Advanced Control থেকে স্ন্যাপশট, লুপিং, ফ্রেম বাই ফ্রেম ভিউ দেখা সম্ভব।
৩) কনভার্ট ফাইল:
ভিডিও/অডিও ২টাই কনভার্ট করা যায়। Media থেকে Convert/Save এ যাবেন। Add button দিয়ে যে ফাইল কনভার্ট করবেন সেটা লোড করবেন এরপর Convert এ ক্লিক! আউটপুট ফরমেট আর আটপুট লোকেশন দেখায় দিবেন।