(প্রিয়
টেক) সারা দিন
কাজ
সেরে
রাতে
ঘরে
বসেই
খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসে
অংশ
নিচ্ছেন অনেকেই। 'ই-লার্নিং' পদ্ধতি দূরত্ব কমিয়ে
পড়াশোনার সুযোগ
করে
দেওয়ার পাশাপাশি কমিয়ে
দিয়েছে খরচও। এ
ছাড়া
শিক্ষা
বিরতির
কারণে
পড়াশোনা বন্ধ
হয়ে
গিয়েছিল, এমন
অনেকেই
এখন
নতুন
করে
পড়াশোনা চালিয়ে যেতে
পারছে।
ই-লার্নিং কী
ই-লার্নিং একধরনের দূরশিক্ষণ (ডিসটেনস লার্নিং) পদ্ধতি। বিভিন্ন দেশে দূরশিক্ষণ পদ্ধতি প্রচলিত। বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েও (বাউবি) চালু আছে এ পদ্ধতি। তবে প্রচলিত দূরশিক্ষণ- অর্থাৎ 'অফলাইন' পদ্ধতির সঙ্গে এর সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে, শিক্ষার্থীকে সরাসরি ক্লাস কিংবা পরীক্ষায় অংশ নিতে হয় না। এ শিক্ষাব্যবস্থায় যুক্ত থাকতে শুধু ইন্টারনেটযুক্ত একটি কম্পিউটারই যথেষ্ট। সুবিধাজনক সময়ে অনলাইনে যুক্ত হয়েই চালিয়ে নেওয়া যাবে পড়াশোনা। তবে ইন্টারনেট ও কম্পিউটার সম্পর্কে প্রাথমিক ধারণাটুকু থাকতে হবে শিক্ষার্থীর। সরাসরি শিক্ষাব্যবস্থার সিলেবাসের সঙ্গেও খুব বেশি পার্থক্য নেই এ পদ্ধতির। ই-লার্নিং তিন ধরনের- কম্পিউটার বেইজড ট্রেনিং (সিবিটি), ইন্টারনেট বেইজড ট্রেনিং (ইবিটি) এবং ওয়েববেইজড ট্রেনিং (ডাব্লিউবিটি)।
ই-লার্নিং একধরনের দূরশিক্ষণ (ডিসটেনস লার্নিং) পদ্ধতি। বিভিন্ন দেশে দূরশিক্ষণ পদ্ধতি প্রচলিত। বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েও (বাউবি) চালু আছে এ পদ্ধতি। তবে প্রচলিত দূরশিক্ষণ- অর্থাৎ 'অফলাইন' পদ্ধতির সঙ্গে এর সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে, শিক্ষার্থীকে সরাসরি ক্লাস কিংবা পরীক্ষায় অংশ নিতে হয় না। এ শিক্ষাব্যবস্থায় যুক্ত থাকতে শুধু ইন্টারনেটযুক্ত একটি কম্পিউটারই যথেষ্ট। সুবিধাজনক সময়ে অনলাইনে যুক্ত হয়েই চালিয়ে নেওয়া যাবে পড়াশোনা। তবে ইন্টারনেট ও কম্পিউটার সম্পর্কে প্রাথমিক ধারণাটুকু থাকতে হবে শিক্ষার্থীর। সরাসরি শিক্ষাব্যবস্থার সিলেবাসের সঙ্গেও খুব বেশি পার্থক্য নেই এ পদ্ধতির। ই-লার্নিং তিন ধরনের- কম্পিউটার বেইজড ট্রেনিং (সিবিটি), ইন্টারনেট বেইজড ট্রেনিং (ইবিটি) এবং ওয়েববেইজড ট্রেনিং (ডাব্লিউবিটি)।
এই কাতারে বিশ্বখ্যাতরাও
ই-লার্নিং শিক্ষাব্যবস্থা থেকে দূরে নেই বিশ্বখ্যাত বিদ্যাপীঠও। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বখ্যাত দুই বিদ্যাপীঠ ই-লার্নিংয়ে যুক্ত হয় ২০১২ সালে। 'এডএক্স' (www.edx.org) সাইটের মাধ্যমে তাদের এই ই-লার্নিং শিক্ষাব্যবস্থায় বিশ্বের নামকরা আরো কিছু বিশ্ববিদ্যালয়ও যুক্ত হয়। সাইটটির মাধ্যমে ই-লার্নিং পদ্ধতিতে পড়াশোনা শুরু করতে কোনো খরচ করতে হবে না।
ওয়েবে কোর্স সম্পর্কে এডএক্সের ই-লার্নিং প্র্রকল্পের প্রধান অনন্ত আগরওয়াল জানান, সাইটটিতে এমআইটির অধ্যাপকদের ভিডিও লেকচার ছাড়াও দরকারি ই-টেক্সটবুক পাওয়া যাবে। তিনি এমআইটির কম্পিউটার সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও প্রধান।
ই-লার্নিং শিক্ষাব্যবস্থা থেকে দূরে নেই বিশ্বখ্যাত বিদ্যাপীঠও। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বখ্যাত দুই বিদ্যাপীঠ ই-লার্নিংয়ে যুক্ত হয় ২০১২ সালে। 'এডএক্স' (www.edx.org) সাইটের মাধ্যমে তাদের এই ই-লার্নিং শিক্ষাব্যবস্থায় বিশ্বের নামকরা আরো কিছু বিশ্ববিদ্যালয়ও যুক্ত হয়। সাইটটির মাধ্যমে ই-লার্নিং পদ্ধতিতে পড়াশোনা শুরু করতে কোনো খরচ করতে হবে না।
ওয়েবে কোর্স সম্পর্কে এডএক্সের ই-লার্নিং প্র্রকল্পের প্রধান অনন্ত আগরওয়াল জানান, সাইটটিতে এমআইটির অধ্যাপকদের ভিডিও লেকচার ছাড়াও দরকারি ই-টেক্সটবুক পাওয়া যাবে। তিনি এমআইটির কম্পিউটার সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও প্রধান।
ভার্চুয়াল ক্লাসে পড়াশোনা
বিশ্বের যেকোনো দেশ থেকেই উচ্চগতির ইন্টারনেট সংযুক্ত কম্পিউটারের মাধ্যমে অনলাইনে সরাসরি (লাইভ) ক্লাসে অংশ নেওয়া যায়। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে সরবরাহ করা ই-মেইলে লগ ইন আইডি বা ইউজার আইডি দিয়ে ওয়েবসাইটে যুক্ত হতে হয়। শিক্ষার্থীদের জন্য দরকারি সব শিক্ষা উপকরণও পাওয়া যাবে অনলাইনেই।
বিশ্বের যেকোনো দেশ থেকেই উচ্চগতির ইন্টারনেট সংযুক্ত কম্পিউটারের মাধ্যমে অনলাইনে সরাসরি (লাইভ) ক্লাসে অংশ নেওয়া যায়। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে সরবরাহ করা ই-মেইলে লগ ইন আইডি বা ইউজার আইডি দিয়ে ওয়েবসাইটে যুক্ত হতে হয়। শিক্ষার্থীদের জন্য দরকারি সব শিক্ষা উপকরণও পাওয়া যাবে অনলাইনেই।
কেন ই-লার্নিং
প্রচলিত মাধ্যমে যখন একজন শিক্ষার্থী কোনো বিষয়ের ওপর পড়াশোনা করেন, তখন অন্য কোনো বিষয়ে পড়ার সুযোগ থাকে কম। ই-লার্নিং এ ধারণা বদলে দিয়েছে। শিক্ষার্থী কিংবা পেশাজীবীরা অন্য কাজের ফাঁকে সম্পৃক্ত হতে পারবেন ই-লার্নিংয়ে।
সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, কোনো ভিসা জটিলতা এবং অতিরিক্ত ফি ছাড়াই নিজ দেশে অবস্থান করে আন্তর্জাতিক ডিগ্রি অর্জন করা সম্ভব হবে এ ব্যবস্থায়। শিক্ষা বিরতি ও বয়সের কোনো প্রতিবন্ধকতা নেই এ মাধ্যমে। সেশনজট না থাকায় কাঙ্ক্ষিত ডিগ্রি অর্জনে সময় অপচয় হওয়ারও কোনো আশঙ্কা নেই।
প্রচলিত মাধ্যমে যখন একজন শিক্ষার্থী কোনো বিষয়ের ওপর পড়াশোনা করেন, তখন অন্য কোনো বিষয়ে পড়ার সুযোগ থাকে কম। ই-লার্নিং এ ধারণা বদলে দিয়েছে। শিক্ষার্থী কিংবা পেশাজীবীরা অন্য কাজের ফাঁকে সম্পৃক্ত হতে পারবেন ই-লার্নিংয়ে।
সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, কোনো ভিসা জটিলতা এবং অতিরিক্ত ফি ছাড়াই নিজ দেশে অবস্থান করে আন্তর্জাতিক ডিগ্রি অর্জন করা সম্ভব হবে এ ব্যবস্থায়। শিক্ষা বিরতি ও বয়সের কোনো প্রতিবন্ধকতা নেই এ মাধ্যমে। সেশনজট না থাকায় কাঙ্ক্ষিত ডিগ্রি অর্জনে সময় অপচয় হওয়ারও কোনো আশঙ্কা নেই।
শুরুটা যেভাবে
অনলাইন-ভিত্তিক শিক্ষাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোর একটি ইউনিভার্সিটি অব পিপলস (www.uopeople.org)। জনপ্রিয়তার একটি কারণ হলো, এতে কোনো টিউশন ফি নেই। এ ছাড়া কোর্সের তালিকায় আছে চাহিদাসম্পন্ন বিভিন্ন বিষয়। এ বিশ্ববিদ্যালয়ে পছন্দের কোর্সে পড়াশোনা শুরু করতে চাইলে আবেদন করতে হবে এই লিংক থেকে- https://applicants.uopeople.org/Admissions.aspx। পরবর্তী নির্দেশনাও পাওয়া যাবে এ লিংকটিতে। ই-লার্নিংয়ে যুক্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও আবেদনের সুযোগ পাওয়া যাবে।
অনলাইন-ভিত্তিক শিক্ষাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোর একটি ইউনিভার্সিটি অব পিপলস (www.uopeople.org)। জনপ্রিয়তার একটি কারণ হলো, এতে কোনো টিউশন ফি নেই। এ ছাড়া কোর্সের তালিকায় আছে চাহিদাসম্পন্ন বিভিন্ন বিষয়। এ বিশ্ববিদ্যালয়ে পছন্দের কোর্সে পড়াশোনা শুরু করতে চাইলে আবেদন করতে হবে এই লিংক থেকে- https://applicants.uopeople.org/Admissions.aspx। পরবর্তী নির্দেশনাও পাওয়া যাবে এ লিংকটিতে। ই-লার্নিংয়ে যুক্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও আবেদনের সুযোগ পাওয়া যাবে।
পড়তে পারেন যেসব বিষয়ে
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 'ই-লার্নিং' প্রোগ্রামের আওতায় শতাধিক বিষয়ের ওপর বিভিন্ন পর্যায়ে তিন হাজারেরও বেশি কোর্স চালু আছে। উচ্চশিক্ষায় ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, পোস্ট-গ্র্যাজুয়েট ও পিএইচডি ছাড়াও অ্যাসোসিয়েট, প্রফেশনাল সার্টিফিকেট ডিগ্রি অর্জন করা যাবে এ পদ্ধতিতে। অ্যাকাউন্টিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, হেলথ সায়েন্স, সোশ্যাল সায়েন্স, নার্সিং, হিউম্যান সার্ভিস, ক্রিমিনাল জাস্টিসসহ প্রচলিত অনেক বিষয়েই পড়াশোনার সুযোগ রয়েছে ই-লার্নিং ব্যবস্থায়।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 'ই-লার্নিং' প্রোগ্রামের আওতায় শতাধিক বিষয়ের ওপর বিভিন্ন পর্যায়ে তিন হাজারেরও বেশি কোর্স চালু আছে। উচ্চশিক্ষায় ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, পোস্ট-গ্র্যাজুয়েট ও পিএইচডি ছাড়াও অ্যাসোসিয়েট, প্রফেশনাল সার্টিফিকেট ডিগ্রি অর্জন করা যাবে এ পদ্ধতিতে। অ্যাকাউন্টিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, হেলথ সায়েন্স, সোশ্যাল সায়েন্স, নার্সিং, হিউম্যান সার্ভিস, ক্রিমিনাল জাস্টিসসহ প্রচলিত অনেক বিষয়েই পড়াশোনার সুযোগ রয়েছে ই-লার্নিং ব্যবস্থায়।
পরীক্ষা ও নম্বর পদ্ধতি
অন্য সব পরীক্ষার মতো ই-লার্নিংয়েও নির্দিষ্ট সময়ে ১০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হয়। ৬০ নম্বর সরাসরি অনলাইন পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয় থেকে সরবরাহ করা অ্যাসাইনমেন্টের ওপর থাকে ৩০ নম্বর। অনলাইন ফোরামে অংশ নেওয়ার ওপর নির্ভর করে বাকি ১০ নম্বর। পরীক্ষার ফল দেওয়া হয় ছয়টি গ্রেডে। সর্বোচ্চ গ্রেড 'এ' ৯০ থেকে ১০০ নম্বর। বি, সি এবং ডি গ্রেড যথাক্রমে ৮০ থেকে ৮৯, ৭০ থেকে ৭৯ এবং ৬০ থেকে ৬৯ নম্বরের ভিত্তিতে। পাস নম্বর ৫০ থেকে ৫৯। এটি 'ই' গ্রেড বিবেচিত হয়। বিশ্ববিদ্যালয়ভেদে এ পদ্ধতির হেরফেরও হতে পারে।
অন্য সব পরীক্ষার মতো ই-লার্নিংয়েও নির্দিষ্ট সময়ে ১০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হয়। ৬০ নম্বর সরাসরি অনলাইন পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয় থেকে সরবরাহ করা অ্যাসাইনমেন্টের ওপর থাকে ৩০ নম্বর। অনলাইন ফোরামে অংশ নেওয়ার ওপর নির্ভর করে বাকি ১০ নম্বর। পরীক্ষার ফল দেওয়া হয় ছয়টি গ্রেডে। সর্বোচ্চ গ্রেড 'এ' ৯০ থেকে ১০০ নম্বর। বি, সি এবং ডি গ্রেড যথাক্রমে ৮০ থেকে ৮৯, ৭০ থেকে ৭৯ এবং ৬০ থেকে ৬৯ নম্বরের ভিত্তিতে। পাস নম্বর ৫০ থেকে ৫৯। এটি 'ই' গ্রেড বিবেচিত হয়। বিশ্ববিদ্যালয়ভেদে এ পদ্ধতির হেরফেরও হতে পারে।
খরচ নাগালেই!
ই-লার্নিং ব্যবস্থায় প্রচলিত শিক্ষাব্যবস্থার তুলনায় খরচ অনেক কম। কোনো কোনো বিশ্ববিদ্যালয় টিউশন ফি না নিলেও ভর্তি আবেদন ও পরীক্ষায় ফি নেয়। ইউনিভার্সিটি অব পিপলসে আবেদন করতে খরচ হবে ১০ থেকে ৫০ ডলার (কোর্সভেদে)। আর প্রতিটি কোর্সের পরীক্ষা ফি ১০০ ডলার। খরচ কমাতে বৃত্তির সুযোগও আছে। এ ব্যাপারে আরো জানা যাবে http://www.uopeople.org/groups/admissions_fee।
ই-লার্নিং ব্যবস্থায় প্রচলিত শিক্ষাব্যবস্থার তুলনায় খরচ অনেক কম। কোনো কোনো বিশ্ববিদ্যালয় টিউশন ফি না নিলেও ভর্তি আবেদন ও পরীক্ষায় ফি নেয়। ইউনিভার্সিটি অব পিপলসে আবেদন করতে খরচ হবে ১০ থেকে ৫০ ডলার (কোর্সভেদে)। আর প্রতিটি কোর্সের পরীক্ষা ফি ১০০ ডলার। খরচ কমাতে বৃত্তির সুযোগও আছে। এ ব্যাপারে আরো জানা যাবে http://www.uopeople.org/groups/admissions_fee।
ই-লার্নিংয়ের সুযোগ পাবেন যেসব ওয়েবে
বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়েই 'ই-লার্নিং' পদ্ধতিতে পড়াশোনার সুযোগ আছে। ভর্তি, পাঠদান ও পরীক্ষা পদ্ধতিসহ বিস্তারিত জানতে পারবেন এসব সাইট থেকে-
* ইউনিভার্সিটি অব ফিনিক্স
www.phoenix.edu
* আমেরিকান ইন্টারকন্টিনেন্টাল ইউনিভার্সিটি
www.aiuonline.edu
* ডেভরি ইউনিভার্সিটি
www.devry.edu
* ইউনিভার্সিটি অব ব্রিমেন
elearning.uni-bremen.de
* ওয়েস্টার্ন গভর্নরস ইউনিভার্সিটি
www.wgu.edu
* ইউনিভার্সিটি অব আলাস্কা ফেয়ারব্যাংকস
http://elearning.uaf.edu
* লিবার্টি ইউনিভার্সিটি অনলাইন
www.luonline.com
সূত্র দৈনিক কালের কণ্ঠ
বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়েই 'ই-লার্নিং' পদ্ধতিতে পড়াশোনার সুযোগ আছে। ভর্তি, পাঠদান ও পরীক্ষা পদ্ধতিসহ বিস্তারিত জানতে পারবেন এসব সাইট থেকে-
* ইউনিভার্সিটি অব ফিনিক্স
www.phoenix.edu
* আমেরিকান ইন্টারকন্টিনেন্টাল ইউনিভার্সিটি
www.aiuonline.edu
* ডেভরি ইউনিভার্সিটি
www.devry.edu
* ইউনিভার্সিটি অব ব্রিমেন
elearning.uni-bremen.de
* ওয়েস্টার্ন গভর্নরস ইউনিভার্সিটি
www.wgu.edu
* ইউনিভার্সিটি অব আলাস্কা ফেয়ারব্যাংকস
http://elearning.uaf.edu
* লিবার্টি ইউনিভার্সিটি অনলাইন
www.luonline.com
সূত্র দৈনিক কালের কণ্ঠ