পোস্টটি যখন লিখছি তখন ধরে নেয়া যায় আপনাদের সবার হাতে মোবাইল আছে। আপনারা
অনেকেই হয়ত বা প্রায় সময় নতুন কোন ব্র্যান্ড এর মোবাইল আসলে কেনার জন্য
হুমড়ি খেয়ে পড়েন। যাদের মাঝে এই অভ্যাস আছে, আপনি টাকা খরচ করে মোবাইল
কিনবেন এর সে মোবাইল যদি নকল হয় তাহলে তা আপনার জন্য বড় ধরনের ক্ষতি । আপনি
যদি একটু সচেতন হন, এই ধরনের সমস্যা সহজে এড়ানো সম্ভব ।
আসুন শুরু করা যাক । প্রথমে আপনার IME নাম্বারটা বের করুন । IME নাম্বার
বের করতে আপনার মোবাইলে (*#06#) চাপলে নাম্বারটা পেয়ে যাবেন । এবার
নাম্বারটা প্রবেশ করার জন্য এই লিংক এ ক্লিক করুন ।
ক্লিক করার পর নিচের মত একটি ইন্টারফেস আসবে ।
এবার এন্টার স্পেস বারে আপনার IME নাম্বারটা দিয়ে CHECK বাটন এ ক্লিক করুন।
তবে একটা বিষয় আপনার মোবাইলটি যদি চায়না বা আনরেজিস্টার্ড কোম্পানির হয়ে
থাকে, তাহলে এখান থেকে কোন রেজাল্ট পাবেন না ।