প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করা গেলে আমাদের দৈনন্দিন জীবনের কাজ গুলোকে
আরও সহজ করা সম্ভব। যেমন আমরা দেখি, একজন শিক্ষক প্রতিদিন কমপক্ষে ১০-১৫
মিনিট সময় নেয় শুধু মাত্র ছাত্র ছাত্রীদের রোল কল করার জন্য । এই পরিমাণ
সময় হাতে থাকলে গেলে ক্লাসে পড়ানোর সময় বাড়ানো যেত। আবার কিছু কিছু
বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয় আছে যেখানে প্রতি ঘন্টায় রোল ডাকা হয়।
তাহলে চিন্তা করে দেখুন প্রতিদিন কি পরিমাণ সময় নষ্ট হচ্ছে।
১। প্রথমে আপনাদের সাথে যে অ্যাপস তার সাথে পরিচয় করে দিব তার নাম Attendance । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
উপরের লিংকে গেলে আপনি ইন্সটল অপশন পেয়ে যাবেন । এটির সাইজ মাত্র ১.০ এম.বি
। ঐ লিংকে গেলে আপনি একটি ভিডিও পেয়ে যাবেন । এই ভিডিও দেখে দেখে আপনি
কোর্স , কোর্সের সাথে কত ছাত্র ছাত্রী আছে ও ছাত্র ছাত্রীদের নাম এবং
উপস্থিত ও অনুপস্থিত ছাত্র ছাত্রীদের সঠিক হিসাব রাখতে পারবেন । আপনি
প্রতিদিন কয়টা ক্লাস নিচ্ছেন বা মাসে কয়টা ক্লাস নিয়েছেন, সব হিসাব রাখতে
পারবেন । একটা বিষয় মনে রাখতে হবে, এটি যেহেতু নতুন তাই ছাত্র ছাত্রীদের বা
শিক্ষকদের কাছে প্রথম প্রথম একটু কষ্ট হতে পারে কিন্ত কয়েকটা ক্লাস পরে
সবাই এটার সাথে পারদর্শী হয়ে যাবে । শিক্ষকরা চাইলে ছাত্র ছাত্রীদের নাম ও
রোল নাম্বার যে কোনটি দিয়ে ক্লাস এটেনডেন্স সংরক্ষণ করতে পারেন ।
২। দ্বিতীয় অ্যাপসটির নাম Attendance Diary । এটি কাজে লাগিয়ে আপনি ক্লাসে রোল কল করা থেকে শুরু করে যাবতীয় কাজ করতে পারেন । অ্যাপসটি ডাউনলোড করতেএই লিংকে ক্লিক করুন । মাত্র ৩. ১ এমবি সাইজের এই অ্যাপস ঝামেলা বিহীনভাবে চালাতে পারবেন ।
৩।
তৃতীয় অ্যাপসটির নাম Attendance Roster। এটি কাজে লাগিয়ে আপনি ক্লাসে রোল
কল করা থেকে শুরু করে, যাবতীয় কাজ করতে পারেন । অ্যাপসটি ডাউনলোড করতেএই লিংকে ক্লিক করুন ।
এই অ্যাপস গুলোর মধ্যে যেটি আপনার ভাল লাগে, আপনি সেটি-ই ব্যবহার করতে
পারেন। এই অ্যাপস গুলো সম্পূর্ণ ফ্রী । অনেক গুলো অ্যাপস থেকে বাছাই করে,
এই অ্যাপস গুলো দেওয়া হয়েছে । তবে একটা বিষয় বলে রাখা ভাল, এই ধরণের আরও
কিছু অ্যাপস পাবেন কিন্ত তা আপনাকে ক্রয় করে ব্যবহার করতে হবে, আর অ্যাপস
গুলোর মূল্য ১-৪ ডলারের মধ্যে।