...
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মোটেই ক’দিন পর টেকসই উন্নয়ন ২০৩০ এজেন্ডা গ্রহণ করবে বিশ্ব। আমার নিজের দেশ, বাংলাদেশের জন্য এর মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার লক্ষ্যটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এ নিয়ে বৈশ্বিক যে হুমকি তাতে আমরাই সামনের সারির দেশ।
বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বেশি ঘন-জনবসতির দেশগুলোর একটি (প্রতি বর্গকিলোমিটারে ১,২১৮ জন), আর মাথাপিছু চাষযোগ্য জমি সবচেয়ে কম (০.০৫ হেক্টর)। আমরা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি ঠিকই, কিন্তু জলোচ্ছাস, অস্বাভাবিক বৃষ্টিপাতের মতো আবহাওয়ার চরম বৈরি আচরণের মধ্য দিয়ে জলবায়ূ পরিবর্তন আমাদের কৃষি উৎপাদন, শিল্পোন্নয়ন আর সামাজিক কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব রেখে চলেছে।
এর ফলে সৃষ্টি হতে পারে কোটি কোটি পরিবেশ-উদ্বাস্তু, যদিও গ্রিন-হাউস গ্যাস নিঃসরণের ফলে যে জলবায়ূ পরিবর্তন তাতে বাংলাদেশের ভূমিকা নেই বললেই চলে। জরুরি ব্যবস্থা না নিলে এই পরিস্থিতি আরও খারাপ হতে থাকবে। গবেষণাগুলো বলছে সমুদ্রের স্তর আর এক মিটার বেড়ে গেলে বাংলাদেশের এক-তৃতীয়াংশ পানির নিচে চলে যাবে। তাতে বাস্তুচ্যুত হয়ে পড়বে ৩ কোটিরও বেশি মানুষ। এতে শহরে-নগরে মানুষের অভিবাসন অবশ্যম্ভাবী, যা প্রভাব ফেলবে মানুষের জীবীকায়, জীববৈচিত্রে, খাদ্যে, পানিতে, পয়ঃনিষ্কাশন আর অবকাঠামোতেও।
আর সেসব কারণেই আমরা আসন্ন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) আর প্যারিসে জলবায়ূ চুক্তি গ্রহণ ও সঠিক বাস্তবায়নের ওপর জোর দিচ্ছি। তবে বিশ্ব আমাদের রক্ষা করবে সেই ভাবনায় আমরা হাতগুটিয়ে বসে নেই। সীমিত সম্পদ আর প্রযুক্তির শক্তি দিয়েই ভবিষ্যতের জন্য আমরা নিজেরা লড়াই করে যাচ্ছি।
২০১১ সালে আমরা পরিবেশ রক্ষা ও উন্নয়নে আর বর্তমান ও ভবিষ্যত নাগরিকের জন্য প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র, বনাঞ্চল, আর বন্যপ্রাণিসম্পদ সুরক্ষার লক্ষ্যে সংবিধান সংশোধন করেছি। এই নীতির আলোকে দেশের বনাঞ্চল রক্ষায় ২০০৯ সাল থেকে অন্তত আটটি নতুন আইন প্রণীত কিংবা সংশোধিত হয়েছে। ২০১৪-১৫ সালে বনাঞ্চল ১৭.০৮ শতাংশে উন্নীত করা হয়েছে যা ২০০৫-০৬ সালে ছিলো ৭ থেকে ৮ শতাংশ। এ জন্য সামাজিক বনায়ন কর্মসূচিকেই ধন্যবাদ দিতে হবে। এই কর্মসূচিতে দেশের শহর ও গ্রাম উভয়াঞ্চলে সম্ভাব্য সবগুলো স্থানে গাছ লাগানো ও বড় করে তোলার উদ্যোগ রয়েছে। এখন প্রতিবছর দেশের মানুষের মাঝে ১২ কোটি গাছের চারা বিতরণ করা হয় যা ২০০১ থেকে ২০০৬ সাল সময়ে ছিলো মাত্র চার কোটি।
উন্নয়নশীন দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম জলবায়ূ পরিবর্তন মোকাবেলা কৌশল ও কর্মপরিকল্পনা হাতে নেয়। ২০০৯-১০ থেকে ২০১৪-১৫ অর্থবছরের মধ্যে জলবায়ূ পরিবর্তন ট্রাস্ট ফান্ডে সরকার তিন হাজার কোটি টাকা (৩৮৫ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ দিয়েছে। আমাদের সকল কর্মসূচির লক্ষ্যেই রয়েছে পরিবেশ পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে বন্যা ও ঘূর্ণিঝড়ে মানব জীবনকে সুরক্ষা দেওয়া, আর অব্যাহত নগরায়ন ও দূর্বল শিল্পয়ানের ফলে সৃষ্ট দূষণ থেকে পরিবেশকে রক্ষা করা।
আমাদের নীতি-কাঠামোর অংশ হিসেবে নেওয়া সুনির্দিষ্ট উদ্যোগের অনেক উদাহরণই রয়েছে। বিদ্যুতের সঞ্চালন নেই এমন এলাকায় প্রায় চল্লিশ লাখ সৌর-ঘর আমরা তৈরি করেছি, ১৫ লাখ উন্নত স্টোভে রান্না করতে পারছে, এতে ঘরের ভেতরে বায়ূ দূষণ কমেছে।
বঙ্গোপসাগরে ঘেরা দেশের দক্ষিণাঞ্চলকে ঘূর্ণিঝড়ের থাবা থেকে সুরক্ষা দিতে উপকূল জুড়ে আমরা সবুজবেষ্টনী তৈরি করেছি। ঘন বন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে উপকূলরেখা, বিশেষ করে ম্যাংগ্রোভ বন কার্যকরভাবেই ঝাপটা সামলাচ্ছে। এই ব্যবস্থার কারণে ২০০৯ সালের আইলা থেকে শুরু করে ২০১৩ সালের মহাসেনের আঘাত পর্যন্ত সকল ঘূর্ণিঝড়ে মোট প্রাণহানি ঘটেছে ২০০ জনের মতো। অথচ ১৯৯১ সালে মাত্র একটি ঘূর্ণিঝড়ে এক লাখ ৪০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
খাদ্য উৎপাদনেও আমরা উল্লেখযোগ্য অগ্রগতি নিশ্চিত করেছি। গত ছয় বছরে বাংলাদেশ একটি খাদ্য আমদানিকারক দেশ থেকে খাদ্য রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। আমাদের বিজ্ঞানীরা শস্যের প্রায় ২০০ রকম জাত তৈরি করেছেন যা জলবায়ূর পরিবর্তীত পরিস্থিতিতে, স্বল্প উর্বর জমিতেও ফসল উৎপাদনে সক্ষম। দেশে ২০০৮-০৯-এ ধানের উৎপাদন ছিলো ৩৩.৩০ মিলিয়ন মেট্রিক টন, যা ২০১৩-১৪ অর্থবছরে দাঁড়ায় ৩৮.৩৪ মিলিয়ন মেট্রিক টন।
তবে এসব উদ্যোগের পরেও জলবায়ূ পরিবর্তনের প্রভাবে আমাদের জীবন ও জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলতি বছরে গড় বৃষ্টিপাতের তুলনায় ৫০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে, তাতে দেশের ব্যাপক অঞ্চলের শস্যহানি ঘটেছে। জলবায়ূ পরিবর্তনের কারণে আমাদের গম চাষ ও প্রধান ধানশস্য (বোরো) উৎপাদনও ক্ষতিগ্রস্ত হতে পারে। গবেষণাগুলো বলছে, জলবায়ূ পরিবর্তনের কারণে আমাদের মোট জাতীয় উৎপাদনের দুই থেকে তিন শতাংশ বিনষ্ট হতে পারে।
এই পরিস্থিতি মোকাবেলা আমাদের একার পক্ষে সম্ভব নয়, আর সে কারণেই এসডিজি ও জলবায়ূ চুক্তির মতো উদ্যোগগুলো নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে আমাদের মতো দেশগুলোর পাশে দাঁড়াতে হবে। জলবায়ূ পরিবর্তন মোকাবেলায়, এর প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া আর তা কমিয়ে আনা এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ূ আলোচনায় কার্বন নিঃসরণ কমিয়ে আনতে যে সব প্রতিশ্রুতি দেওয়া হবে সেগুলো পরিমাপ ও প্রমাণযোগ্য হওয়া চাই। বিশ্বকে এখনই কার্বন বাজেটিং ও কার্বন কমিয়ে আনার পথগুলো কি হবে তাতে দৃষ্টি হিতে হবে। খাপ খাইয়ে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে পর্যাপ্ত ও প্রয়োজনমাফিক অর্থ বরাদ্দও জরুরি।
বাংলাদেশ এগিয়ে থাকা একটি দেশের উদাহরণ, আর জলবায়ূ পরিবর্তনে টিকে থাকার লড়াইয়ে আমরা আমাদের অভিজ্ঞতা বাকি বিশ্বের সঙ্গে ভাগাভাগি করতে প্রস্তুত। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি আমাকে এবছর চ্যাম্পিয়নস অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত করেছে। আমি আশা করি এর মধ্য দিয়ে ভিন্ন নজির স্থাপনে বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টার প্রতি গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষিত হবে। আর সময়ের সবচেয়ে বড় এই চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত বিশ্ব তাদের সম্পদের ব্যবহারে উৎসাহিত হবে।