কম্পিউটার লক (LOCK) করে রাখুন পাসওয়ার্ড দিয়ে

আপনার কম্পিউটার যদি অন্য কাউকে ব্যবহার করতে না দিতে চান তাহলে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখুন। পাসওয়ার্ড তৈরি করতে চাইলে নিম্নের ধাপগুলো অনুসরন করতে হবে:




১. Start Button এ ক্লিক করে Settings থেকে Control Panel এ প্রবেশ করুন অথবা সরাসরি Start Button এ ক্লিক করে Control Panel এ প্রবেশ করুন
২. User Accounts আইকন এ ডাবল ক্লিক করে User Accounts window চালু করুন
৩. যে User Account এর জন্য password তৈরি করতে চান তার  উপরে ক্লিক করুন
৪. এবার স্ক্রীনের বামপাশ থেকে Create a password এ ক্লিক করুন


৫. এবার Type a new password এ আপনার পছন্দমতো একটি পাসওয়ার্ড টাইপ করুন
৬. password hint দিতে পারেন মনে রাখার জন্য
7. Create Password button এ ক্লিক করুন
8. files and folders private করে রাখার অপশন আসবে, Yes/No যেকোন একটা দিয়ে দিন
কাজ শেষ। আপনার পাসওয়ার্ড সেভ হয়ে গেল।
এবার পরীক্ষা করুন। Windows বাটন চেপে ধরে L  বাটন চাপুন (Win button+L). দেখবেন আপনার লক হয়ে গেছে। এভাবে যেকোন সময় কম্পিউটার চালু অবস্থায় লক করা যাবে। তাছাড়া যখন কম্পিউটার চালু করবেন তখন তো পাসওয়ার্ড লাগবেই।
^উপরে যেতে ক্লিক করুন