গুগল ড্রাইভ
drive.google.com

অনলাইন স্টোরেজ হিসেবে অন্যান্যদের সাথে পাল্লা দিতেই গুগল চালু করে গুগল
ড্রাইভ। এখানে বিনামূল্যে ৫ গিগাবাইট পর্যন্ত ফাইল সংরক্ষণ করা যায়। তবে
অর্থের বিনিময়ে অনেক বড় আকারের ফাইল এখানে সংরক্ষণ করা যায়। এই সেবার
অন্যতম প্রধান সুবিধা হচ্ছে, এতে রাখা কোনো ফাইল ডিলিট করে দেওয়া হয় না।
আপনি চাইলেই কেবল ফাইল ডিলিট করতে পারেন। এখানে আপলোড করে রাখা যেকোনো
ফাইলের লিংক সংযুক্ত করে দিতে পারেন ইমেইলে অথবা অন্য কোনো স্থানে। গুগল
ড্রাইভ ব্যবহার করার জন্য অবশ্য আপনার গুগল অ্যাকাউন্ট থাকতে হবে।
সেক্ষেত্রে জিমেইল অ্যাকাউন্ট থাকলেই আর নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে না।
https://drive.google.com ঠিকানায় গিয়ে ব্যবহার করতে পারবেন গুগল ড্রাইভের
ফাইল শেয়ারিং সুবিধা। ...
অ্যাটাচ লার্জ ফাইলস

ইয়াহু মেইলে যারা একটু বড় আকারের ফাইল পাঠাতে চান, তারা ব্যবহার করতে
পারেন ইয়াহু'র অ্যাপ্লিকেশন অ্যাটাচ লার্জ ফাইলস। ইয়াহু মেইলে প্রবেশ করলে
বাম পাশে রয়েছে বিভিন্ন অপশন। এখানে অ্যাপ্লিকেশন ট্যাবটি সম্প্রসারিত
করলেই পাওয়া যাবে অ্যাটাচ লার্জ ফাইল অ্যাপ্লিকেশনটি। এখানে অবশ্য মাত্র
১০০ মেগাবাইট পর্যন্ত ফাইল আপলোডের সুযোগ রয়েছে। আর ৩০ দিন পর্যন্ত এখান
থেকে ফাইল ডাউনলোড করা যাবে। ...
|
জিদ্দু.কম
Ziddu.com

Ziddu.com ফাইল সংরক্ষনকারী একটি web side। এখানে আপনি আপনার ডাটা ফাইল
কিংবা অডিও, ভিডিও ইত্যাদি সংরক্ষন করে রাখতে পারবেন। এখানে অনির্দিষ্ট
পরিমান ফাইল আপলোড করার সুযোগ রয়েছে এবং এখান থেকে ফাইল ডাউনলোডে
সংখ্যার কোনো সীমাবদ্ধতা নেই। এর ইন্টারফেসে আপলোড করতে দেওয়া ফাইলের
আপলোড গতি এবং প্রয়োজনীয় সময় দেখা যায়। তবে এখানে একসাথে একাধিক ফাইল
আপলোড করার সুযোগ নেই। সুধু সংরক্ষণই নয়, আপনি এখান থেকে প্রয়োজনীয় ফাইল
ডাউনলোডও করতে পারবেন। এখানে ফাইল আপলোড এবং ডাউনলোড লিঙ্ক খুব সহজেই
শেয়ার করা যায় ইমেইলে। আপনি আপনার প্রয়োজনীয় ফাইল অথবা ডকুমেন্ট পেতে অন্য
ইউজারের সাথে যোগাযোগও করতে পারবেন। http://www.ziddu.com/ ঠিকানায় গিয়ে
ব্যবহার করতে পারবেন এই কার্যকরী সাইট। ...
বক্স.কম
box.com

box.com ফাইল সংরক্ষনকারী web side। এখানে আপনি আপনার ডাটা ফাইল কিংবা
অডিও, ভিডিও ইত্যাদি সংরক্ষন করে রাখতে পারবেন। এখানে বিনামূল্যে ৫০
গিগাবাইট পর্যন্ত ফাইল সংরক্ষণ করা যায়, এবং প্রতিটি ফাইল এর সাইজ 250MB
এর বেশী হতে পারবেনা এবং এখান থেকে ফাইল ডাউনলোডে সংখ্যার কোনো
সীমাবদ্ধতা নেই। এখানে আপনি চাইলে নির্দিষ্ট পরিমান টাকা দিয়ে অনেক বড়
আকারের ফাইল এখানে সংরক্ষন করতে পারবেন। তবে এখানে একসাথে একাধিক ফাইল
আপলোড করার সুযোগ নেই। এতে রাখা কোনো ফাইল ডিলিট করে দেওয়া হয় না। তাই
এখনি ভিজিট করুন https://www.box.com/ এই কার্যকরী সাইটটি। ...
|
মিডিয়াফায়ার.কম
mediafire.com

অনলাইন স্টোরেজ হিসেবে অনেক খ্যাতি পেয়েছে এই mediafire.com । এখানে
বিনামূল্যে ৫০ গিগাবাইট পর্যন্ত ফাইল সংরক্ষণ করা যায়। তবে অর্থের বিনিময়ে
অনেক বড় আকারের ফাইল এখানে সংরক্ষণ করা যায়। এই সেবার অন্যতম প্রধান সুবিধা
হচ্ছে, এতে রাখা কোনো ফাইল ডিলিট করে দেওয়া হয় না। আপনি চাইলেই কেবল
ফাইল ডিলিট করতে পারেন। এখানে আপলোড করে রাখা যেকোনো ফাইলের লিংক
সংযুক্ত করে দিতে পারেন ইমেইলে অথবা অন্য কোনো স্থানে। এই mediafire.com
ব্যবহার করার জন্য অবশ্য আপনার একটি ই-মেইল অ্যাকাউন্ট থাকতে হবে।
http://www.mediafire.com ঠিকানায় গিয়ে ব্যবহার করতে পারবেন এই ফাইল
শেয়ারিং সুবিধা। ... ...
ইয়োরফাইল লিংক
yourfilelink.com

নিবন্ধনের ঝামেলা ছাড়াই যে কয়েকটি ফাইল শেয়ারিং সাইট ব্যবহার করা যায়, তার
মধ্যে অন্যতম একটি ইয়োরফাইল লিংক। এই সাইটেও ৫ গিগাবাইট পর্যন্ত ফাইল
আপলোড করা যায় এবং এখান থেকে ফাইল ডাউনলোডের কোনো সীমাবদ্ধতা নেই।
এখানে অবশ্য আপলোড করা ফাইল ১৫ দিনের মধ্যে ডাউনলোড না করা হলে তা ডিলিট
করে দেওয়া হয়। তাই এই সাইট এ বেশি প্রয়োজনীয় ফাইল আপলোড না করাই ভাল। তবে
এই সাইটে আপলোডে তুলনামূলকভাবে বেশি গতি পাওয়া যায়। তাই আপলোড এবং
ডাউনলোডে অনেক সুবিধা হয়। নিচের লিংকে গিয়ে ব্যবহার করতে পারবেন এই সেবা
www.yourfilelink.com। ...
|