টিবি, ম্যালেরিয়া, কালাজ্বর, লিভারের ফোড়া,
হৃদপিন্ডের ইনফ্লামেশন (Endocarditis), কিছু ক্যান্সার জাতীয় রোগ, এসএলই
(SLE), পিএএন (PAN), গ্রানুলোমেটাস ডিজিজ (Granulomatous disease), শিরার
ইনফ্লামেশন (Thromboflebitis) সহ নানা কারনে পিইউও হতে পারে।
এ ধরনের রোগীকে জ্বরের কারন নির্নয়ের জন্য বিভিন্ন
ধরনের রক্ত পরীক্ষা, প্রস্রাব, সিরাম, এক্সরে, আল্ট্রাসনোগ্রাম, লিভার ও
বোন মেরো বায়োপসি সহ নানাবিধ পরীক্ষা করানোর প্রয়োজন হতে পারে। অভিজ্ঞ
মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক এর তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি থেকে এ রোগের
চিকিৎসা করানো উচিত।