নির্বাচন বয়কটে বিএনপি’র পূর্বপরিকল্পনার কথোপকথন ফাঁস
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০১৫
ক্রিং… ক্রিং… ক্রিং…
অজ্ঞাত : হ্যালো, আসসালামু আলাইকুম স্যার।
নজরুল ইসলাম খান : হ্যাঁ, কোথায় আপনে?
অজ্ঞাত : স্যার, আমি তো সিদ্ধেশ্বরীতে।
নজরুল ইসলাম খান : কাজে গেছেন?
অজ্ঞাত : সিদ্ধেশ্বরী…মানে…এই নির্বাচনী কাজেই আর কি…
নজরুল ইসলাম খান : আচ্ছা…
… … …
অজ্ঞাত : স্যার, নির্বাচনের দিন যদি ১১টা ১০টার দিকে আমাদের নির্বাচন বয়কট করতে হয় এক্ষেত্রে একদিন আগে উইথড্র করলে… তাহলে আওয়ামী লীগ আর আওয়ামী লীগই মাঠে মারামারি করে বিশৃঙ্খলা করবে। আমাদের সুযোগ কোনভাবে নেবে… এ ভাবেই ম্যাডামকে পরামর্শ দিয়ে একটা যুগোপযোগী ডিসিশন নেয়া দরকার। নির্বাচনের দিন যদি আমাদের নির্বাচন বয়কট করতে হয়, সেটা একটু আগে, একদিন আগে করা হলে সুযোগ পাইলে আওয়ামী লীগের লোকজনই ফিল্ডে মারামারি করে। এমন একটা পরিবেশ তৈরি আছে আর কি।
নজরুল ইসলাম খান : কতখানি নিশ্চিত এ ব্যাপারে?
অজ্ঞাত : একশো পার্সেন্ট, কোটি পার্সেন্ট, আমার মতো একজন রুট লেবেল কর্মী স্যার…ফিল্ডের এটা একদম পারফেক্ট নিউজ স্যার।
নজরুল ইসলাম খান : আচ্ছা ঠিক আছে।
অজ্ঞাত : জি স্যার..স্যালামালাইকুম।
ভিডিও লিংকটি আমাদের পাঠকদের জন্য দেয়া হল – https://soundcloud.com/anmy367/o1qanxjddkl3