৯ ডিসেম্বর দৈনিক পাকিস্তান


৯ ডিসেম্বর দৈনিক পাকিস্তান এবং পাকিস্তান অবজারভারে একটা গুরুত্বপূর্ণ খবর ছাপা হয় হোয়াইট হাউজের বরাতে। অবজারভারের প্রথম পাতার উপর দিকে দুই কলাম এবং দৈনিক পাকিস্তানে নীচের দিকে সিঙ্গেল কলামে বক্স আইটেমে প্রকাশিত খবরটির শিরোনাম ছিলো ‘যুদ্ধের ফলে গোপন আলোচনা নস্যাত হয়ে গেছে: হোয়াইট হাউজ মুখপাত্র’ এবং India’s attack interrupts US secret move, খবরের সারবেত্তা হলো পাকিস্তান ভারত যুদ্ধের ফলে মার্কিনিরা গোপনে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে যে আপস রফায় পৌছানোর চেষ্টা করছিলেন সেটা ভেস্তে গেছে। এই গোপন আলোচনা ছিলো পররাষ্ট্র মন্ত্রী খন্দকার মোশতাক আহমেদের সঙ্গে। এর আগে জাতিসংঘে পাঠানো প্রতিনিধিদলের একজন হয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে দল বদলে ফেলার তার কূটচালটি ব্যর্থ হওয়ার পর এবার অনেক সতর্ক ছিলেন মোশতাক। তার আজ্ঞাবহ কুমিল্লার সাংসদ কাজী কাইয়ুম এবং তাহেরউদ্দিন ঠাকুর-চাষী জুটির মাধ্যমে দুই পাকিস্তানকে এক রেখে স্বায়ত্ব শাসনের আপসরফায় আসার চেষ্টা ছিলো তার। বলা বাহুল্য এই চক্রান্তটিও ফাস হয়ে যায় এবং মোশতাক নজরবন্দী হয়ে পড়েন। তাজউদ্দিন স্রেফ আওয়ামী লীগের দলীয় ঐক্য এবং মুক্তিযোদ্ধাদের মনোবল ধরে রাখার স্বার্থে তাকে বরখাস্ত না করে স্বপদে বহাল রাখেন…
^উপরে যেতে ক্লিক করুন