স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ১৭ই এপ্রিল ১৯৭১। মেহেরপুর জেলার বৈদন্যতলা আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে, যাতে উপস্থিত ছিল প্রচুর দেশী-বিদেশী সাংবাদিক। উক্ত শপথগ্রহণ অনুষ্ঠানের খবর প্রচারিত হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতেও। বৈদন্যতলার নাম তখন থেকেই জাতির জনক এবং বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামানুসারে মুজিবনগর।
Posted by Saifur R. Mishu on Friday, 3 April 2015
স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ
বিভাগ
ইতিহাস,
ভিডিও গ্যালারী,
মুক্তিযুদ্ধ