বঙ্গবন্ধু সম্পর্কে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ও মিডিয়ার উক্তি :--


আমি হিমালয় পবর্ত দেখিনি,
বঙ্গবন্ধুকে দেখেছি।তাঁর
ব্যক্তিত্ব ও নির্ভীকতা হিমালয়ের
মতো।এভাবেই তার
মাধ্যমে আমি হিমালয়কে দেখেছি।
---------------- নেনসন মেন্ডেলা
মুজিব হত্যার পর বাঙালীদের
আর বিশ্বাস করা যায় না,যারা
মুজিবকে হত্যা
করেছে তারা যেকোন জঘন্য কাজ
করতে পারে।
-------নোবেল বিজয়ী উইলিবান্ট।
শেখ মুজিবকে চতুর্দশ লুই য়ের সাথে
তুলনা করা যায়।জনগন তার কাছে এত
প্রিয় ছিল যে লুই য়ের
মত তিনি এ দাবী করতে পারেন আমিই
রাষ্ট্র।
--------পশ্চিম জার্মানী পত্রিকা।
শেখ মুজিব নিহত হলেন তার নিজেরই
সেনাবাহিনীর হাতে অথচ তাকে
হত্যা করতে
পাকিস্তানীরা সংকোচবোধ
করেছে।
-------বিবিসি-১৫ আগস্ট ১৯৭১।
শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের
শোষিত মানুষ হারাল তাদের
একজন মহান নেতাকে,আমি
হারালাম একজন অকৃত্রিম বিশাল হৃদয়ের
বন্ধুকে
-------ফিদেল কাস্ট্রো
ফিনান্সিয়াল টাইমস বলেছে,
"মুজিব না থাকলে বাংলাদেশ কখনই
জন্ম নিতনা।"
নিউজ উইকে বঙ্গবন্ধুকে আখ্যা দেওয়া
হয়,
"পয়েট অফ পলিটিক্স বলে"
শেখ মুজিব নিহত হবার খবরে আমি
মর্মাহত।তিনি
একজন মহান নেতা ছিলেন।
তার অনন্যসাধারন সাহসিকতা
এশিয়া ও আফ্রিকার জনগনের
জন্য প্রেরণাদায়ক ছিল।
-------ইন্দিরা গান্ধী।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
হচ্ছেন সমাজতন্ত্র প্রতীষ্ঠার
সংগ্রামের প্রথম শহীদ।
তাই তিনি অমর।
---------সাদ্দাম হোসেন।
আপোষহীন সংগ্রামী নেতৃত্ব
আর কুসুম।কোমল হৃদয় ছিল
মুজিব চরিত্রের বৈশিষ্ঠ্য
---------ইয়াসির আরাফাত।
^উপরে যেতে ক্লিক করুন