যুক্তফ্রন্ট নির্বাচন

smj
১৯৫৪ সালের মার্চ মাসে, পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন যুক্তফ্রন্টের নির্বাচন হিসেবেই অধিক পরিচিত। 

তৎকালীন বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয় যুক্তফ্রন্ট, যা নির্বাচনে মুসলিম লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। ১৯৫৩ সালের ডিসেম্বর মাসে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা এ কে ফজলুল হক, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ও শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত হয় যুক্তফ্রন্ট। নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে ঐতিহাসিক জয় পায় যুক্তফ্রন্টনির্ধারিত ৩০৯টি আসনের মাঝে যুক্তফ্রন্ট জয়ী হয় ৩০০ আসনে, আর মুসলিম লীগ পায় মাত্র ৯টি আসন। এর ফলে মুসলিম লীগ শুধুমাত্র পরাজিতই হয়নি, বরং পূর্ব পাকিস্তানের রাজনীতি থেকে মুসলিম লীগের নাম প্রায় মুছে যায়এটি ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের একটি ভোট বিপ্লব। তবে এ কে ফজলুল হকের নেতৃত্বে গঠিত যুক্তফ্রন্ট সরকার বেশিদিন স্থায়ী হয়নিক্ষমতা গ্রহণের ৫৬ দিনের মাথায় কেন্দ্রীয় সরকার এই প্রাদেশিক সরকারকে বিলুপ্ত ঘোষণা করে। তৎকালীন পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত পূর্ব পাকিস্তানের জনগণকে বিক্ষুব্ধ করে তুলে।
^উপরে যেতে ক্লিক করুন