বঙ্গবীর আতাউল গনী ওসমানীকে নিয়ে আমার আছে নিরন্তর কৌতূহল, আছে আবেগমথিত সহস্র প্রশ্ন? তবে যে প্রশ্নগুলি আমাকে বারে বারে ক্ষত বিক্ষত করে, তা হোল– মুক্তিযুদ্ধকালীন তাঁর প্রথম এডিসি ছিলেন বঙ্গবন্ধুর খুনি কর্নেল নুর চৌধুরী, মরহুমের ঘনিষ্ঠ বন্ধুর ছেলে– বাড়ী সিলেট, বিষয়টি অনুধাবন করতে পেরে প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এজন্য পরবর্তীতে সেনাবাহিনীতে সদ্য কমিশন পাওয়া বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ লেফটেন্যান্ট শেখ কামালকে ওসমানীর এ ডি সি হিসেবে নিয়োগ দিলেন।
খুনি নুর চৌধুরী এখন আছেন ক্যানাডায়, ৭৫ এর ১৫ই আগস্ট ওসমানী রেডিও সেন্টারে গেলেন, অন্তরালে থেকে জিয়া, ডালিম, রশিদ, নুর চৌধুরীকে নিয়ে মিটিং করলেন– তখন তাঁর কাছে বঙ্গবন্ধুর নিশংস হত্যাকাণ্ডের চাইতে রক্তপাত এড়িয়ে শান্তি প্রতিষ্ঠা বড় হয়ে উঠলো ? উপরন্তু মুশতাক কে সরকার হিসেবে মেনে নেওয়ায় কেন তিনি সুযোগ করে দিলেন ? ৭৫ এর ৩রা নভেম্বর বঙ্গশার্দূল বীর মুক্তিযোদ্ধা কর্নেল শাফায়াৎ জামিল মুশতাকের বুকের ওপর মেশিন গান তাক করে গুলিতে বুক ঝাঁজরা করার প্রত্যয় নিয়ে যখন সঙ্গিনসহ দৃপ্ত উচ্চারণ করলেন “You bastard killer of father of the nation, I will kill you just right at this
