সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লেখা। আজ আপনাদের কাছে নিয়ে
আসলাম, ল্যাপটপের একটি পরিচিত সমস্যা নিয়ে । আমরা যারা ল্যাপটপ ব্যবহার
করি, মাঝে মাঝে এমন হয় যে, ল্যাপটপের স্ক্রীন ভিন্ন রং ধারন করে। তখন
ল্যাপটপ নিয়ে উৎকন্ঠা শুরু করি । কিন্ত আপনি যদি নিজেই এর সমাধান জানেন,
তাহলে আপনাকে কষ্ট আর টাকা খরচ করতে হবে না । আসুন তাহলে শুরু করা যাক ।
১। প্রথমে আপনাকে ভিডিও আউটপুট পরীক্ষা করে দেখতে হবে অন্য একটি মনিটর
দিয়ে। এই জন্য আপনি আপনার ল্যাপটপটি একটি এক্সটারনাল মনিটরের সাথে কানেক্ট
করুন। এজন্য আপনি ভি.জি.এ ক্যাবল (VGA) ব্যবহার করতে পারেন । নিচের ছবিতে
বিষয়টি স্পষ্ট করে তুলে ধরা হয়েছে।
আপনার ল্যাপটপ অনুমিতভাবেই বাহ্যিক (Automatically Detect) মনিটর
সংযোগ করতে পারবে । যদি এক্সটারনাল মনিটর সংযোগ করতে না পারে, তাহলে (
Fn+F5 তোশিবার জন্য, Fn+F4 এইচ. পি’র জন্য, Fn+F8 ডেল’র জন্য এবং Fn+F7
লেনোভোর জন্য) ব্যবহার করে এক্সটারনাল মনিটরের সাথে সংযোগ করুন ।
যদি এক্সটারনাল মনিটর ও ল্যাপটপের স্ক্রীন একই রকম হয় তাহলে বুঝতে হবে আপনার গ্রাফিক্স কার্ডে সমস্যা আছে।
আর যদি এক্সটারনাল মনিটরে স্ক্রীন ভাল দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার
ল্যাপটপের পর্দায় বা (Display) তে সমস্যা আছে। হতে পারে আপনার ডিসপ্লের ,
মনিটর ক্যাবল বা LCD বা LED স্ক্রীনের সমস্যা। চলুন ধাপে ধাপে সমাধান করি।
প্রথমে ক্যাবলটা খুলে আবার সংযোগ করি । এই ক্যাবলটি সংযোগ থাকে, ল্যাপটপের
মাদারবোর্ডের সাথে । ক্যাবলটা ধৈর্য সহকারে লাগাবেন । নিচের ছবিটি দেখে
দেখে করতে পারেন ।
সমস্যা সমাধান না হলে দ্বিতীয় পদক্ষেপ ঃ
এই পর্যায়ে আপনি
আপনার ল্যাপটপ স্ক্রীনের পিছনের পাতলা আবরণটি খুলে ফেলুন। পিছনের
স্ক্রীনের সাথে একটি পাতলা ক্যাবল দেখবেন । এই ক্যাবলটি একটু নাড়াচাড়া করে
দেখুন, আপানর ল্যাপটপে স্ক্রীনের কোন পরিবর্তন আসে কিনা । যদি ল্যাপটপ
স্ক্রীনের পরিবর্তন হয় তাহলে বুঝতে হবে আপনার ক্যাবলটি পরিবর্তন করতে হবে।
আর স্ক্রীনের পরিবর্তন না হলে বুঝতে হবে ক্যাবলটি ঠিক আছে। নিচের
স্ক্রীনশট-টি দেখুন ।
এরপরও যদি সমস্যা
সমাধান না হয়, তাহলে আপনার স্ক্রীনের উপরের দিকে হালকা চাপ দিয়ে দেখতে
পারেন । যদি দেখেন চাপের কারনে আপনার স্ক্রীনের রঙ বা (Color) পরিবর্তন
হচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার ল্যাপটপের স্ক্রীনে সমস্যা আছে। এক্ষেত্রে
আপনাকে ল্যাপটপের পর্দা বা (Display) পরিবর্তন করতে হবে।