মা ভাল হলে ছেলে খারাপ হবে কেন, দুটোই বদমাশ- কর্নেল অলি|| মোহাম্মদ হেলাল মিয়া

জিয়াকে রাসত্মা থেকে ডেকে এনে যুদ্ধে নামিয়েছি, স্বাধীনতার ঘোষণা পাঠ করিয়েছি, যেসব মন্ত্রী, প্রতিমন্ত্রী বেগম জিয়ার জুতা স্যান্ডেল টানে তারাই কুকুরের মতো ঘেউ ঘেউ করে আমার (অলি) বিরদ্ধে কথা বলছে।'
কয়েকজন সারারাত মদ খেয়ে বদমায়েশী করে মুক্তবাজার অর্থনীতির কথা বলে জিনিস পত্রের দাম বাড়ায়, ১৫/২০ জন মন্ত্রীর একটি সিন্ডিকেট বছরে ২০ হাজার কোটি টাকার ঘুষ খায়, ঘুষ খেয়ে একেকজন ১০/১২টি বিলাসবহুল গাড়ি বাড়ির মালিক।
চট্টগ্রামের এক প্রতিমন্ত্রীকে ইঙ্গিত করে অলি বলেছিলেন, “যার ২ হাজার টাকা ঘর ভাড়া দেয়ার ক্ষমতা ছিল না তিনি কাস্টমসের পিয়ন কেরানির সঙ্গে আঁতাত করে এখন শত কোটি টাকার মালিক।'' চতুর্থ শ্রেণীরও নেতা নন এমন একজন হয়েছেন ব্যাংক ও মিডিয়ার মালিক। এরা সকলেই খালেদা জিয়ার জুতা স্যান্ডেল খুঁজে দেন।'
২০০৬ সালের ২২ নবেম্বর চট্টগ্রামের মুসলিম হলে এলডিপিতে যোগদানের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কর্নেল অলি বলেছিলেন, " বাংলাদেশে জঙ্গীবাদ উত্থানের জন্য খালেদা ও তার পুত্র তারেক দায়ী।" শুধু তাই নয়, তিনি আরও বলেছিলেন, 'এদের পৃষ্ঠপোষকতায় জামায়াত-শিবির আশ্রিত ক্যাডাররা সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার সাহস পেয়েছে।' 'দুই হা- অর্থাৎ হাওয়া ভবন ও হারিছ চৌধুরীর কারণে খালেদা জিয়া হাওয়া হয়ে যাবেন।' বিএনপির জন্মের পর মুসলিম লীগের মৃত্যু হয়েছে। এলডিপির জন্মের কারণে বিএনপির মৃত্যু হবে।'
২০০৬ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এ সংবর্ধনা অনুষ্ঠানে বেগম জিয়া ও তাঁর পুত্র তারেক রহমান সম্পর্কে অলি বলেছিলেন, 'মা ভাল হলে ছেলে খারাপ হবে কেন। দুটোই বদমাশ।' আর এখন কি বলতেছেন।