অষ্টম জাতীয় বেতন স্কেলে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা। কয়েক ধাপে বেতন বেড়ে এ গ্রেডের সর্বোচ্চ বেতন ২০ হাজার ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সর্বোচ্চ ধাপে পৌঁছতে ২০ গ্রেডের একজন কর্মচারীকে চাকরিকালীন ১৮টি ধাপ অতিক্রম করতে হবে। প্রথম গ্রেডের কর্মকর্তাদের বেতন ৭৮ হাজার টাকা (নির্ধারিত)। যে কারণে ভবিষতে এ গ্রেডে বেতন বাড়বে না। দ্বিতীয় গ্রেডের কর্মকর্তাদের বেতন শুরু হচ্ছে ৬৬ হাজার টাকা দিয়ে। চাকরিকালীন এ গ্রেডে পাঁচ ধাপে বেতন বেড়ে সর্বোচ্চ ৭৬ হাজার ৪৯০ টাকা হবে। অষ্টম জাতীয় বেতন স্কেল পর্যালোচনা করে দেখা গেছে, ৮ নম্বর থেকে ২০ নম্বর গ্রেড পর্যন্ত চাকরিকালীন একজন কর্মকর্তা ও কর্মচারীকে সর্বোচ্চ বেতন সুবিধা ভোগ করতে ১৮টি ধাপ অতিক্রম করতে হবে। এ প্রসঙ্গে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ যুগান্তরকে বলেন, প্রতিটি গ্রেডে সর্বোচ্চ বেতনের ক্যাপ বেঁধে দেয়া হয়েছে। বেতন বেড়ে একটি পর্যায়ে এসে থামবে। ফলে দ্বিতীয় গ্রেডের বেতন কখনও প্রথম গ্রেড অতিক্রম করতে পারবে না। মন্ত্রিপরিষদ সভায় ৭ সেপ্টেম্বর অষ্টম জাতীয় বেতন স্কেল অনুমোদন হয়েছে। এ বেতন স্কেলের প্রজ্ঞাপন জারি হতে আরও প্রায় এক মাস সময় লাগবে। তবে প্রধানমন্ত্রী নতুন বেতন স্কেল অনুমোদন দেয়ার চিঠি চলে আসছে অর্থ মন্ত্রণালয়ে। এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন। জানা গেছে, তৃতীয় গ্রেডের বেতন শুরু হবে ৫৬ হাজার ৫০০ টাকা দিয়ে। এ গ্রেডের বেতন বেড়ে সর্বোচ্চ দাঁড়াবে ৭৪ হাজার ৪০০ টাকায়। বেতন স্কেল শুরু থেকে সর্বোচ্চ বেতন ভোগ করতে এ গ্রেডের কর্মকর্তাদের সাতটি ধাপ পার হতে হবে। চতুর্থ গ্রেডের কর্মকর্তাদের বেতন শুরু হবে ৫০ হাজার টাকা দিয়ে। চাকরিকালীন এ গ্রেডের কর্মকর্তাদের সর্বোচ্চ বেতন ভোগ করতে নয়টি ধাপ যেতে হবে। তবে এ গ্রেডে সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ৭১ হাজার ২০০ টাকা। এছাড়া পঞ্চম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে ৪৩ হাজার টাকা। এ গ্রেডের সর্বোচ্চ বেতন হচ্ছে ৬৯ হাজার ৮৫০ টাকা। এক্ষেত্রে ১১টি ধাপ অতিক্রম করতে হবে। ৬ষ্ঠ গ্রেডের বেতন ৩৫ হাজার ৫০০ টাকা থেকে শুরু হয়েছে সর্বোচ্চ ৬৭ হাজার ১০ টাকায় ওঠবে। এক্ষেত্রে বেতন বৃদ্ধির ধাপ রয়েছে ১৩টি। একইভাবে দেখা গেছে সপ্তম গ্রেডের বেতন শুরু ২৯ হাজার টাকা দিয়ে এবং এই গ্রেডে সর্বোচ্চ বেতন বাড়বে ৬৩ হাজার ৪১০ টাকা। এক্ষেত্রে সর্বোচ্চ বেতন সুবিধা ভোগ করতে এ গ্রেডের একজন চাকরিজীবীকে ১৬টি। এছাড়া অষ্টম গ্রেডে শুরু ২৩ হাজার টাকা এবং সর্বোচ্চ ৫৫ হাজার ৪৬০ টাকা, নবম গ্রেডের বেতন শুরু ২২ হাজার টাকা এবং শেষ ৫৩ হাজার ৬০ টাকা, দশম গ্রেডের বেতন শুরু ১৬ হাজার, শেষ হবে ৩৮ হাজার ৬৪০ টাকা। পাশাপাশি এগারতম গ্রেডর বেতন শুরু হচ্ছে ১২ হাজার ৫০০ টাকা এবং শেষ হবে ৩২ হাজার ২৪০ টাকা, ১২ম গ্রেডের বেতন শুরু ১১ হাজার ৩০০ টাকা এবং শেষ হবে ২৭ হাজার ৩০০ টাকা, ১৩তম গ্রেডের বেতন শুরু হবে ১১ হাজার, শেষ হবে ২৬ হাজার ৫৯০ টাকা, ১৪তম বেতন গ্রেডের শুরু ১০ হাজার ২০০ টাকা এবং শেষ হবে ২৪ হাজার ৬৮০ টাকা, ১৫তম বেতন গ্রেড শুরু ৯ হাজার ৭০০ টাকা শেষ হবে ২৩ হাজার ৪৯০ টাকা। এছাড়া ১৬তম গ্রেডেবেতন শুরু ৯ হাাজার ৩০০ টাকা, শেষ হবে ২২ হাজার ৪৯০ টাকা, ১৭তম বেতন গ্রেড শুরু ৯ হাজার টাকা, শেষ হবে ২১ হাজার ৮০০ টাকা, ১৮তমবেতন গ্রেড শুরু ৮ হাজার ৮০০ টাকা এবং শেষ হবে ২১ হাজার ৩১০ টাকা এবং ১৯তম বেতন গ্রেড শুরু ৮ হাজার ৫০০ টাকা, শেষ হবে ২০ হাজারে।
^উপরে যেতে ক্লিক করুন