এটি আমার ব্যক্তিগত ব্লগ। বর্তমান এবং ভবিষ্যতের প্রয়োজনের লক্ষ্যে উক্ত ব্লগে বিভিন্ন দরকারী ফটো,ভিডিও,প্রামান্য চিত্র,ডকুমেন্টস ও তথ্যাদি প্রমানসহ সংরক্ষিত থাকবে-পলাশ স্যার।
মহান স্বাধীনতা দিবসে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে বিশ্ব
রেকর্ড গড়লো বাংলাদেশ। বুধবার সকাল ১১টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনন্য এ
রেকর্ড গড়ে বাংলাদেশ। সকাল ৬টা থেকে প্যারেড গ্রাউন্ডে অংশগ্রহণকারীদের ভিড়
বাড়তে থাকলেও মূল আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল ১১টায়। এর আগে কয়েক দফা মহড়া
অনুষ্ঠিত হয় জাতীয় সংগীতে অংশগ্রহণকারীদের নিয়ে। পরে গিনেস বুকে রেকর্ড
গড়ার নিয়ম অনুযায়ী উচ্চস্বরে জাতীয় সংগীতের ঘোষণা দেয়ার পর শুরু হয় লাখো
কণ্ঠে জাতীয় সংগীত। রেকর্ড গড়তে এদিন প্রয়োজন ছিলো ১ লাখ ২১ হাজার ৬শ' ৫৩
জনের অংশগ্রহণ। তবে ইতিহাস গড়া এই আয়োজনে প্যারেড গ্রাউন্ডে অংশ নেন ২ লাখ
৫৪ হাজার ৬শ' ৮১ জন। দেশাত্মবোধ আর মুক্তিযুদ্ধের চেতনায় লাখো জনতার কাতারে
ছিলেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে, মন্ত্রীসভার সদস্য, সংসদ সদস্য, স্কুল
কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সশস্ত্র বাহিনীর সদস্য, পুলিশ আনসার,
বিজিবি এমনকি শ্রমিক দিনমজুরও। পরে প্যারেড স্কয়ারে ২ লাখ ৫৪ হাজার ৬৮১
জনের কণ্ঠে ধ্বনিত হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত "আমার সোনার বাংলা আমি
তোমায় ভালোবাসি"
।