মহানবীর (সা.) সঙ্গে তুলনা: খালেদার সচিবের বিরুদ্ধে মামলা

http://www.banglatribune.com/news/show/94437

প্রকাশিত:
সম্পাদিত:

বাংলা ট্রিবিউন রিপোর্ট॥
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মহানবীর (সা.) মতো স্বশিক্ষিত বলে মন্তব্য করায় তার সাবেক সহকারী সচিব মহিউদ্দিন খান মোহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ অানা হয়েছে।

মঙ্গলবার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক বাদি হয়ে মামলাটি দায়ের করেন। আগামী ৭ মের মধ্যে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর।
মামলার অভিযোগপত্রে বলা হয়, 'এ অনুষ্ঠান বাদিসহ বাংলাদেশের কোটি কোটি মুসলমান দেখেছেন। যা বাদিসহ মুসলমানদের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করে ক্ষোভের সৃষ্টি করেছে।'
অভিযোগপত্রে অারও উল্লেখ করা হয়, গত ৩০ মার্চ বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের টকশো অনুষ্ঠান ‘নিউজ আওয়ার এক্সট্রা’ তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আব্দুল মান্নান, সংসদ সদস্য ড. হাবিবে মিল্লাত, বিএনপির সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক সহকারী সচিব মহিউদ্দিন খান মোহন। অনুষ্ঠানে মহিউদ্দিন খান মোহন বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মহানবী হযরত মুহম্মাদ (সা.) এর মতো স্বশিক্ষিত। তাদের দুজনের কারোরই কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই।'
মোহনের ওই বক্তব্যের প্রতিবাদ করেন হাবিব এ মিল্লাত। তিনি বলেন, ‘নবী করিম (সা.) তিনি আমাদের সকলের সবচেয়ে প্রিয় মানুষ। তার সঙ্গে যদি কোনও নেত্রীর তুলনা করা হয়, তখন আমরা ব্যথা পাই, দুঃখ পাই এবং আমরা মনে করি যারা এ ধরনের কথা বলেন তারা একটু চিন্তাভাবনা করে বললে মানুষ সন্তুষ্ট থাকবে।'
^উপরে যেতে ক্লিক করুন