ভাল ছাত্র/ছাত্রী হওয়ার উপায়

  1. ” জীবনে ভাল কিছু করবো ” এ ধারনা মনে লালন করতে হবে এবং বছরের প্রথম হতেই মনোযোগ সহকারে পড়া-লিখা করতে হবে ।
  2. ভাল রেজাল্ট করার জন্য কতটুকো জানার প্রয়োজন তা তোমার নিকট স্পষ্ট হতে হবে ।
  3. যতটুকো জানলে ভাল ফলা-ফল অর্জন করা সমভব তার কতটুকো তোমার জানা আছে তা তোমার নিকট স্পষ্ট হতে হবে ।
  4. অজানা বিষয়গুলি কতদিনে আয়ত্বে আনা সমভব তা তোমার নিকট পরিস্কার হতে হবে ।
  5. হাতের লিখা পরিস্কার এবং স্পষ্ট হতে হবে । এর জন্য নিয়মিত অনুশীলন করতে হবে ।
  6. প্রতি দিনের পড়া প্রতি দিন  সস্পন্ন করতে হবে । কোন ক্রমেই আজকের পড়া আগামী দিনের জন্য রেখে দেওয়া যাবে না ।
  7. সকল বিষয়ের প্রতি সমান গুরুত্ব দিতে হবে ।
  8. শ্রেণিতে মনোযোগী হতে হবে । “বাসায় গিয়ে ভাল করে বুঝবো ” এ মানসিকতা পরিহার করতে হবে । যা বোঝার তা তখনই বুঝতে হবে  ।
  9. কোন বিষয় না বুঝে শ্রেণিকক্ষ ত্যাগ করা যাবেনা ।
  10. শ্রেণি কক্ষে শিক্ষক/শিক্ষিকাকে প্রশ্ন করার সময় বন্ধুরা কে কি ভাবলো  তার তোয়াক্কা না করা । ” আমি আমার পড়া স্যারের কাছে বুঝে নেব” এটাই হবে তোমার পরিকল্পনা ।
  11. শিক্ষার্থী সুলভ বিনয়ী ও নম্র আচরণ থাকতে হবে । মনে রাকতে হবে তুমি শিখতে এসেছো ।ভাল আচরণ সবাইকে মুগ্ধ করে ।
  12. আত্ম মর্যাদা থাকতে হবে । (পড়া না পাড়লে লজ্জা পাওয়া ।)
  13. সবসময় স্মাটনেস বজায় রাখতে হবে এবং পড়ার প্রতি সজাগ থাকতে ।
  14. সর্ব অবস্থায় শিক্ষকের সাথে যোগাযোগ রাখতে হবে  এবং তার পরামর্শ নিতে হবে ।
  15. মনে রাখতে হবে তোমার জীবন তোমারই , তোমার জীবনের ক্ষতি হলে তোমার চাইতে বেশী ক্ষতিগ্রস্থ কেউই হবেনা । আবার সফলতা আসলে তোমার চাইতে বেশী লাভবানও কেউ হবেনা ।
  16. কাউকে ঠকানোর চেষ্টা করবেনা । তাতে তুমিই বেশী ক্ষতিগ্রস্থ হবে । কারন সৃষ্টিকর্তা ঠকবাজকে পছন্দ করেন না এবং তার উন্নতির জন্যও তিনি সহায়তা করেন না ।
  17. পাঠ্য বইয়ের বাইরে অন্যন্য বইও পড়তে হবে , যা তোমার সৃজনী শক্তি বৃদ্ধি করবে ।
  18. শুধু পড়া-লিখা নিয়ে ব্যস্থ থাকলে চলবেনা , খেলা ধুলাও করতে হবে । তাতে শরীর ও মন ভাল থাকবে যা পড়া লিখায় সহায়ক ।
  19. শিক্ষক/শিক্ষিকা এবং বাবা -মার চাইতে বেশী বুঝবেনা । তোমার যদি মনে হয় তোমার বাবা-মা এবং তোমার শিক্ষক তোমার চাইতে কম বোঝেন, তা হলে তোমার জীবনের পতন কেউই ঠেকাতে পারবেনা ।
  20. তোমার মনে রাখতে হবে , তোমার বাবা-মা তোমাকে অনেক ভাল বাসেন । তাই তাদের জন্য হলেও তোমাকে পরিশ্রম করতে হবে ।
^উপরে যেতে ক্লিক করুন