ঋতু চলাকালীন সময়ে নারীদের জন্য যেই কাজগুলো নিষিদ্ধ



ঋতু চলাকালীন সময়ে নারীদের জন্য যেই কাজগুলো নিষিদ্ধঃ
১. নামায পড়া (তাদের জন্য এই সময় নামায মাফ, কাযা পড়া লাগবেনা)।
২. রোযা রাখা (ফরয রোযা হলে পরে কাযা করে নিতে হবে)।
৩. বায়তুল্লাহ বা কাবাঘর তাওয়াফ করা।
৪. মসজিদে প্রবেশ করা।
৫. আরবী কুরান স্পর্শ করা। তবে মুখস্থ বা কুরান স্পর্শ না করে দেখে দেখে পড়তে পারবে (যেমন কম্পিউটারে, মোবাইলে)।
ইমাম বুখারী (রহঃ) বলেনঃ কুরান মুখস্থ তেলাওয়াত করতে পারবে। (বুখারী ১ম খন্ড, মূল ১৭৮ পৃষ্ঠ।)
এছাড়া দ্বিনি বই পুস্তক, কুরানের শুধু বাংলা অনুবাদ, হাদীস, তাফসীর এইগুলো স্পর্শ করতে পারবে – কোনো বাঁধা নেই।
৬. স্বামী-স্ত্রী মিলন হারাম।
এই নিষিদ্ধ কাজ গুলো ছাড়া অন্য যেকোনো ইবাদত যেমন – যিকির, আযকার দুয়া, দুরুদ পড়তে পারবেন। বরং তাদের তখন এইগুলো বেশি বেশি করার চেষ্টা করা উচিত যাতে করে ঈমান মজবুত থাকে।
- হুসাইন বিন সোহরাব আল-মাদানীর সহীহ নামায ও দুয়ার বই থেকে নেওয়া।
^উপরে যেতে ক্লিক করুন