ইতিহাস বিষয়ক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর


>গৌড়ের বড় সোনা মসজিদ কে নির্মান করেন- নূসরত শাহ
>
গৌড়ের ছোট সোনা মসজিদ কে নির্মান করেনআলাউদ্দীন হোসেন শাহ
>
বড় কাটরা কে নির্মান করেন- সুবেদার ইসলাম খান
>
গ্রান্ড ট্রাঙ্ক রোড  কে তৈরী করেনশেরশাহ
>
ঘোড়ার ডাকের প্রচলন করেন কেশেরশাহ
>
বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ করেন০৫ ডিসেম্বর ১৯৬৯ সাল
>
আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কত সালে ৩রা জানুয়ারী ১৯৬৮ সালে
>
কত সালে বাংলাভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয় ২৩ মার্চ ১৯৫৬ সালে
>
মুসলীম লীগের প্রস্তাবক কেনবাব স্যার সলিমুল্লাহ
>
দ্বিজাতি তত্বের প্রবক্তা কেমুহম্মদ আলী জিন্নাহ
>
দ্বিজাতি তত্ব ঘোষনা করা হয় কবে -১৯৩৯ সালে
>
লাহোর প্রস্তাব কে কবে ঘোষনা করেন কে ফজলুল হক, ২৩ মার্চ ১৯৪০
>
তমুদ্দিন মজলিশ প্রকাশিত পুস্তিকাটির নামপাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু
>
মুসলিম লীগ কখন প্রতিষ্ঠিত হয়১৯০৬ সালে
>
পঞ্চাশের মন্বন্তর কখন হয়েছিল১৩৫০ বাংলায় এবং ১৮৪৩ ইং সালে
>
ঢাকা গেইট কে নির্মান করেনমীর জুমলা
>বাংলার প্রথম স্বাধীন নবাব কেমুর্শিদকুলী খান
>জিজিয়া কর কে রহিত করেনসম্রাট আকবর
>সম্রাট আকবরের সমাধি কোথায়সেকেন্দ্রায়
>
কোন মুঘল সম্রাটকে Prince of Builders বলা হয়সম্রাট শাহজাহানকে
>
দিল্লীর লাল কেল্লা কে নির্মান করেনশাজাহান
>
আইন--আকবরী গ্রন্থটি কার লেখাআবুল ফজল
>
বর্গী নামে পরিচিত ছিল কারামারাঠারা
>“
বিধবা বিবাহ আইনপ্রচলন করেন কে- লর্ড ডালহৌসী
>
উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন কেলর্ড ডালহৌসী, ১৮৫৩ সালে
>
আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেনসৈয়দ আহমেদ খান
>
উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন কে- লর্ড ক্যানিং
>
প্রথম তৈরী শহীদ মিনার কে উন্মোচন করেনশহীদ শফিউরের পিতা
>
দোলাই খাল কে খনন করেনইসলাম খান
>
চট্রগ্রাম- এর নাম  “ইসলামাবাদরাখেন কেশায়েস্তা খান
>
বাংলায় দ্বৈত শাসন কে রহিত করেনওয়ারেন হেস্টিংস
>“
দশশালা বন্দোবস্ত” (১৭৯০) কে চালু করেনলর্ড কর্ণওয়ালিস
>
১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী কে ছিলেননুরুল আমিন
>
দ্বিতীয় বাহাদুর শাহের সমাধি কোথায়রেঙ্গুন (মায়ানমার)
>
বাংলার আকবর বলা হয় কাকেআলাউদ্দিন হোসেন শাহ
>
বাংলাদেশের মুসলিম সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কেআলাউদ্দিন হোসেন শাহউনি চট্রগ্রাম হতে আরাকানদের বিতাড়িত করেন
>
শাহ মুহম্মদ সগীরকেইউসুফ জোলেখালিখতে পৃষ্ঠপোষকতা করেন কে- গিয়াসউদ্দিন আযম শাহতার আমলে চীন থেকে মা-হূয়ান >দূত হিসেবে আসেন
>
দাম মুদ্রা কে চালু করেনমুহম্মদ বিন তুঘলক
>
দিল্লীর কুতুব মিনার কে নির্মান করেনকুতুব উদ্দীন আইবেক
>
ইবনে বতুতার প্রকৃত নাম কিআবু আবদুল্লাহ মুহাম্মদ
>
সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেনফেরদৌসি
>
ইবনে বতুতা কোন দেশ থেকে বাংলায় আসেনমরক্কোতিনি ফখরুউদ্দিন মুবারক শাহ এর আমলে বাংলায় আসেন
>
ইবনে বতুতা বাংলাকে কি বলেছেনদোযখপুর নিয়ামত
>
ইবনে বতুতার লেখা গ্রন্থের নাম কিকিতাবুল রেহালা
>
সুলতানী আমলে প্রথম নারী শাসক কে ছিলেনইলতুৎমিশের কন্যা সুলতানা রাজিয়া
>
লক্ষন সেনের সময়ে শ্রেষ্ঠ সভাকবি ছিলেন কেহলায়ূধ মিশ্র
>
হযরত শাহ জালাল কোন দেশের অধিবাসী ছিলেনতুরস্কতিনি সুলতান শামসুদ্দিন ফিরুজ শাহের আমলে বাংলায় আসেন
>বখতিয়ার খলজী কোথায় রাজধানী স্থাপন করেনগৌড়ে দেবকোটে (দিনাজপুর)
>কে কৌলিণ্য প্রথা চালু করেনবল্লাল সেন
>ইবনে বতুতা কোন শাসকের সময়ে দিল্লীতে আসেনমুহম্মদ বিন তুঘলক
^উপরে যেতে ক্লিক করুন