ভারতের ভোটার তালিকায় প্রধানমন্ত্রী: নেপথ্যে যে কাহিনী (ভিডিও)
Thursday, June 25, 2015 || Time : 9:16:45 AM
নাজমুল
হোসেন: ভারতের ভোটার তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ
নাম পাওয়া গেছে। এটি অবিশ্বাস্য হলেও সত্য। বিশ্বাস করুন না বা নাই করুন।
এমনকি তিনি বেংগালরের আসন্ন আঞ্চলিক নির্বাচনে ভোটও দিবেন, এমনটিই জানাচ্ছে
ভারতের প্রভাবশালী মিডিয়া ইন্ডিয়া টুডে। এ সুত্র ধরে বাংলাদেশের কিছু
পত্রিকায় ছেপেছে সংবাদটি। এ নিয়ে শুরু হয়েছে তোলপাড়। বিশেষ করে ফেইজবুকে এ
সংবাদটি ছড়িয়ে পড়েছে, ইউটিউবেও পাওয়া যাচ্ছে এ সংক্রান্ত সংবাদের ভিডিও।পত্রিকা সুত্রে আরো জানা গিয়েছে, ভারতের কর্নাটকে হাসিনা নামের একজন ভোটার পাওয়া গেছে যার স্বামী ওয়াজেদ মিয়া । আইডি কার্ডে যে ছবিটি, সেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ভারতের হাসিনার একমাত্র পার্থক্য হচ্ছে জন্ম তারিখ, সেখানে জন্ম তারিখ ১৯৯২ সাল লেখা। আরেকটা বিষয় খুবই অদ্ভুত , সেটা হচ্ছে যে ছবিটি ভোটার কার্ডে দেয়া হয়েছে, তা গালে হাত দেয়া একটি ছবি। ভোটার কার্ডে এ ধরনের আজব ছবি হওয়ার কথা নয় কখনো।
এ খামখেয়ালিতে পরিপূর্ণ বিষয়টি কিভাবে হলো ? এনিয়ে প্রশ্ন করা হলে কর্ণাটকের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী কে জে জর্জ বলেন, আমি মনে করি এটি আসল ভোটার আইডি কার্ড নয়, কম্পিউটারে যে কারো ছবি ও তথ্য দিয়ে এমন আইডি কার্ড বানানো সম্ভব। এমন ভুয়া ভোটার কার্ড অনেক দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে ।
আসলে এটা ভাববার বিষয়, পাশের দেশের একজন স্বনামধন্য একজন মহিলা এবং প্রধানমন্ত্রী তাঁর তথ্য দিয়ে ভুয়া ভোটার বানানো হয়েছে, তাতে দায়িত্বপ্রাপ্তদের শুধু কাজে অবহেলাই প্রকাশ পায়নি, এটা নিকৃষ্ট মানের কিছু লোকজন যাদের কাজের মাধ্যমে এ ভোটার তালিকা সম্পাদন হয়েছে তা অনায়াসে বলা চলে।
নীচে পাঠকদের জন্য ইন্ডিয়া টুডে পত্রিকাটির মুল রিপোর্ট ও ভিডিও আমাদের পাঠকদের জন্য দেয়া হলোঃ
Will Bangladesh PM Sheikh Hasina vote in Karnataka civic polls?
IndiaToday.in Bengaluru, June 24, 2015
Believe it or not but it looks like Bangladesh Prime Minister Sheikh Hasina might vote in the upcoming civic polls in Bengaluru.
If a voter ID card found in Karnataka is to be believed, Hasina is a resident of Bengaluru's Thanisandra area. The card clearly shows her picture and names her late husband, Wazed Miah. The only mistake been made is her date of birth.
The card says she was born in 1992.
Accepting the Election Commission's faux pas, Karnataka Home Minister KJ George said, "I don't think this is an authentic ID card. I will order a probe into the matter." The matter has come to light just a day before the election dates were expected to be announced. The civic polls are due in the month of July.
This is one of the many fake ID cards issued by the Election Commission. Another person to get such a card is Virginia Lo Yao, who is a fugitive and carried a reward of $50,000
ভিডিওঃ ভারতের ভুয়া ভোটার তালিকায় প্রধান মন্ত্রী!
PM of Bangladesh, Sheikh Hasina on Indian Voter... by GlobalTVUK
PM of Bangladesh, Sheikh Hasina on Indian Voter list! ( ভারতের ভোটার তালিকায় প্রধানমন্ত্রী ! ) by TheGlobal.TV
সুত্রঃ ইন্ডিয়া টুডের নিউজ লিংক : http://indiatoday.intoday.in/story/bangalore-sheikh-hasina-fake-id-card-karnataka-bengaluru-civic-polls/1/446833.html
গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি